আমাদের কথা খুঁজে নিন

   

মিছিলের গান

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

গা গান গান গান গান তুই গান গেয়ে যা ঠোঁটে তুলে নে কোনো অমিত শ্লোগান এ পথ ধরে ধরে হেঁটে চল বহুদূর পিছে পড়ে থাক সব চেনা অভিমান। ঐ আকাশে আকাশে কতো রঙ রোদ হাসে কতো চেনা সুর ইশারায় ছুঁয়ে যায় অন্ধ বধির এই থাকে পরবাসে মুখরতা ডাকে সে ফিরে আসেনা ঘুম ঘুম ঘুম ঘুম ঘুম চোখে চোখ বুজে রয় আগামীর গান থাকে স্মৃতির ছায়ায় ঐ মিছিলে মিছিলে ভাসে লাশ, লাশ ভাসে প্রান্তরে পড়ে থাকা প্রান্তিক মুখ সব দেয়ালে দেয়ালে লেখা প্রতিবাদ গান বুলেট রুখে দেয় মানুষের বুক ঐ সূর্য সারথী পাখি গান গেয়ে যায় ঘুম চোখে জেগে ওঠে ভোরের মায়ায়। মিছিলের গান - তান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।