আমাদের কথা খুঁজে নিন

   

দুঃসময়ের পদাবলী



যে শিশু দাঁড়িয়ে আছে পিতার পাশে তার কোন নিরাপত্তা নেই। মায়ের দুধে বিষাক্ত মেলামাইন। নগরীতে খুন হয়েছে ভাইয়ের হাতে বোন। সুতরাং আজ বড় দুঃসময়। আর দুঃসময়ে প্রেমিকার চুম্বনে মরণ ভাইরাস, বন্ধুর হাতে ঘাতকের শান দেয়া ছুরি, পাশের মানুষের করোটিতে ঘুন। দুঃসময়ে সংশয় আর আত্মীয় পাশাপাশি হাঁটে। ইতিহাস সাক্ষ্যি দুঃসময়ে রাজা খুন হয় নিরাপত্তা দাতা সেনাপতির হাতে। দুঃসময়ে মানবতা রক্তাক্ত, খুন; ক্ষয়ে ক্ষয়ে পড়ে রাষ্ট্র-চিন্তা-চেতনার অণু-পরমাণূ; দুঃসময়ে সহস্র শুক্রাণু পায়না খুঁজে একটি প্রস্ফুটিত ভ্রুণ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।