পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...
কে কার কেমন বন্ধু তা নাকি বোঝা যায় মানুষের দুঃসময়ে...যারা দুঃসময়ে বন্ধুর সাথে থেকে কাধে কাধ মিলিয়ে কষ্টের বোঝা বয়ে নিয়ে তাকে পার করায় দুঃখের নদী সেই নাকি প্রকৃত বন্ধু...তাহলে 'সে' আমার প্রকৃত বন্ধুই ছিলকি?...তার সাথে প্রথম কথা যখন হয় তখন আমি মানসিক দিক দিয়ে বিরাট বিপদে ছিলাম...সে সেটা জানতো...আমার সেই কষ্টের সময়টাতে রাতের পর রাত তার বন্ধুত্ব আমাকে সাহস যুগিয়েছে...
আমার ক্ষত বিক্ষত সেলফ রেস্পেক্টকে আস্তে ধীরে তৈরী করেছে...নিঃস্বার্থ কি?...আজ আমি তা আর বলতে পারবোনা...কারন এখন তার সাথে আমার কোনই যোগাযোগ নেই...আমার জন্মদিনের দিন আমাদের শেষ বারের মত কথা হয়েছিল...তারপর অনেক কিছু ঘটেছে যার খোজ আমিও রাখিনি...সেও জানায়নি...জানানোর কিন্তু কথা ছিল...আর আমাকে সে বলেছিল যে, 'ভেবোনা...তোমার খবর আমি ঠিকই রাখবো...তোমার ব্লগ পেইজ আমার বুকমার্ক্স এ আছে...আমি চেক করবো...আর ফেসবুকে তো আছই...'...আমি জানিনা তা সে রেখেছে কিনা...কিন্তু একটা কথা জানেন? ...আমি কিন্তু তাকে খুব ভাল একটা বন্ধু হিসেবে দেখেছিলাম ...তাই যখন ফেসবুক থেকে আমার জানতে হয় তার বিয়ের খবর তখন একটা ধাক্কা খাই আমি...দাওয়াত আসা করিনি...কিন্তু খবরটা জানিয়ে একটা এসএমএস?...তা আসা করাটাওকি ভুল ছিল?... হয়তোবা...হয়তোবা না...কি জানি...কোনওদিন জানা হবেনা...অন্তত আমি নিজের থেকে আর জানার চেষ্টা করবোনা...দুঃখ পেয়েছি...আর তাই ব্লগালাম...কারন সে যদি কথা রাখতো তাহলে এটা তার দেখার কথা...
কিন্তু এটা যেহেতু সার্টিফাইড যে 'কেউ কথা রাখেনা' তাই আশা করাটাও বোধহয় বৃথাই...
তাও একটা ব্যাপার...যে মানুষ বন্ধুত্বের মূল্য বুঝেনা তার জন্য আমার খারাপ লাগে...আর আমি আমার বন্ধুদের এত বেশী বেইল দেই কেন...এটা ভেবে আমার নিজের জন্য খারাপ লাগে...
আমি এত বোকা কেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।