আমাদের কথা খুঁজে নিন

   

মাঘের রূপ দেখছে গোটা দেশ

"মাঘের শীতে বাঘ পালায়" এই প্রবাদকে সত্য প্রমাণ করতেই যেন দেশজুড়ে জাঁকিয়ে বসেছে শীত। গতকাল রাত থেকেই চারদিকে ঘন কুয়াশা আর ঠাণ্ডা বাতাস বইছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এ অবস্থা চলবে আরও দুই/একদিন।

সকাল ৯টার দিকে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ তথ্য বিররণীতে জানানো হয়, আজ দেশে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াড়াঙ্গায়, ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সকালে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

এছাড়া দিনাজপুরে ১১ দশমিক ৬, সাতক্ষীরায় ১২ দশমিক ৬, রাজশাহীতে ১২ দশমিক ৪, রংপুরে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও সৈয়দপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, শ্রীমঙ্গলসহ দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্দশায় পড়েছেন মানুষ। তীব্র শীতে জবুথবু অবস্থা সকলের। দুর্ভোগ পোহাতে হচ্ছে খেটে খাওয়া মানুষদের। ‍ বিশেষ করে রেলস্টেশন, ফুটপাতে যাদের বসতি তাদের ভোগান্তি চরমে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।