বাংলাদেশে একশ্রেণীর দাদারা- মামারা ব্যবসায় নেমেছেন" কনসার্টব্যবসা" ভারতের লাফানো-ঝাপানো-নাচানো- কাঁপানো সব শিল্পীদের এনে জমজমাট বানিজ্য করছেন । এ কথা বোধ হয় কারোই অজানা নয় । ভারতের যেসব শিল্পীরা এসেছেন ও এসেছিলেন তারা নিশ্চয়ই ধন্যবাদ পাবার যোগ্য । জঙ্গীদের ভয় তুচ্ছ করে তারা এসেছিলেন। যেটা এমুহুর্তে খুবই কঠিন ।
শিল্পের কোন নির্দিষ্ট ব্যারিয়ার থাকবে একথা আমরা বিশ্বাস করিনা । কিন্তু দেশের যে বাস্তবতা চলছে তাতে টিকেটের মূল্য সিংহভাগ মানুষের বাইরে । তারচে' বড় বাস্তবতা হলো-এখন আইলায় বিধ্বস্ত আমাদের দেশ । সমুদ্র উপকূল বিশেষত সাতক্ষীরা গেলে চোখে জল থাকেনা । এক গ্লাস জলে সেখানেএকজন মানুষ বাঁচে ।
না খাওয়া ,ডায়রিয়ায় আক্রান্ত,বিশুদ্ধ জলের অভাবী সর্বস্ব খোয়ানো মানুষের আহাজারিতে বাতাস ভারী হয় । ত্রানকর্মীর ছুলের ভাঁজ তাতেও ভাঙেনা । কারন কোন ত্রানকর্মী,এনজিও সংকটের ভেতরে যায়না । সদর থেকে কিছু মানুষের ছবি তুলে চলে আসে । হায় মনুষ্যত্ব ! কনসার্ট হয়,বানিজ্যে বেসাতি লক্ষী ! এরপরও কি কেউ বলবেন যে ডারউইনের বিবর্তনবাদ মিথ্যে ?সংস্কৃতি মন্ত্রনালয় আসলে যে একটি ঠুটা জগন্নাথ তা এবারে পরিস্কার হলো ।
নতুবা এই দুঃসময়ে সংস্কৃতি ব্যবসায়িদের চিনে রাখতো অথবা এর থেকে আয় হওয়া টাকা দুর্গত মানুষদের মধ্যে ব্যয় করার জন্য ব্যবস্থা নিতো । সেটা কি কনসার্টকে ফলপ্রসু করতো না ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।