আমাদের কথা খুঁজে নিন

   

আলোক

এডিট করুন
বিধৌত বিস্মৃত সময়ের সাথে কোলাহল নিহিত শূন্যতা হাতে একাকী আকাশের মেঘমালা দেখি বাতাসের গতিবিধি শূণ্যেতে মাতে দৃষ্টিতে বহুদূর অতিদূর শেষে সীমানার শেষতক খরতাপে হেসে বালিময় নীচভূমি বৈরাগ্যে হাটে সময়ের একপাশ বড় একপেশে বাক্যে বাক্য জমে হয় যে পাহাড় হিসাবে গরমিলে কাদে যে আহার শেষতক দেখা হবে এইটুকু ভেবে আবার লিখতে বসে শেষ এজাহার নম্র আলোকে ভেসে মুক্ত বিদ্যাধর পাড়ি দেয় বহু চেনা অজানা শহর আলোকের সন্ধানে দিন কাটে তার দিবসের শেষে নামে সন্ধ্যা-প্রহর।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।