আওয়াজ উঠতে হবে, আওয়াজ উঠছে
তুমি নারী
অফিসের ডেস্কে হাজার নয়নের স্থিরতা,
তোমায় কেন্দ্র করে লক্ষ আখিঁর ক্ষনে ক্ষনে ক্ষিপ্রতা।
কখনও বন্ধু হয়ে বাড়িয়ে দাও বাহু
কখনও ডাইনী হয়ে চুষে নাও লাহু।
নারী তুমি
অক্টোপাসী রঙে বিপদের সুভাসে বদলে নাও আবরন।
৬৫ পেরোনো নরবুড়ো হাড়েও লালসার জ্বালাময়ী জাগরন।
তুমি নারী
আট বছর-থেকে আমৃত্যু পুরুষ হৃদে জেগে রও স্বপ্ন হয়ে সারাক্ষন।
উতপ্ত গ্রীর্স্মে প্রশান্তির শ্রাবন। আরও -- কত কিছু ?
জমাট আন্দিজে উষ্ণতার দহনী স্পর্শ;
তুমি উজ্জল রঙে আকাঁ তবুও যেন অস্পষ্ট।
কারন তুমি নারী।
তুমি ছলনার বাস্তবতায়ও বিশ্বাসের মেলে ধর আচঁল
তুমি সুস্থ্যতার ব্যানারেও অভিনয়ে যাও যেন পাগল
তুমি ত্যাগের যদিও সামান্য আয়; কিন্তু অর্জনের ব্যয়বহুল প্রজেক্ট ।
তুমি যদিও কখনও মাতা, কখনও স্বামীর নাকের উপর কর্পূরের প্রলেপ।
কিন্তু তারপরেও বেশি তুমি ক্ষুধার মেলে ধর ছাতা
মেলে ধর হৃদয়ের বেড়ায় প্রেমের লকেট।
তুমি কবিতার কবির ভুয়া গুনাগুন, তুমি আগুন,
তুমি ক্ষরা ধরায় ফুলে ভরা ফাগুন,
তুমি সেবিকার হাতে চামড়া জোড়া সেলাই
তুমি সেলিনার হাতে স্বামী জবাইএর বটি
তুমি স্বপ্ন-সুখে লালসার রুটি, তুমি আধারের কারন আবার
কারও কারও আধারের বুকে হেসে ওঠা জ্যোতি। তুমি নারী।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।