আমাদের কথা খুঁজে নিন

   

সতের বছর পর রংপুর যাচ্ছেন খালেদা জিয়া

১৭ বছর পর রংপুরে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জনগণকে উদ্বুদ্ধ করতে বিভাগীয় শহরে সফরের অংশ হিসেবে ১৫ সেপ্টেম্বর রংপুর জিলা স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন তিনি। খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে বিএনপির রাজনীতি চাঙ্গা হয়ে উঠেছে। জনসভা সফল করতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জোরেশোরে মাঠে নামায় গতি সঞ্চার হতে চলেছে দলের সাংগঠনিক কার্যক্রমে। তবে সাধারণ মানুষের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না। এর কারণ হিসেবে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা বলছেন, দীর্ঘদিন রংপুরে খালেদা জিয়ার না আসা ও বিএনপি সরকারে থাকাকালীন রংপুরবাসীর দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়ার কারণে দলটির প্রতি মানুষের আগ্রহে ভাটা পড়েছে।

জানা গেছে, খালেদা জিয়া শেষবারের মতো ১৯৯৬ সালের আগস্টে সংসদের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ভোট চাইতে রংপুরে এসেছিলেন। এরপর অষ্টম ও নবম সংসদ নির্বাচনের সময়েও রংপুরে আসেননি। তবে রংপুরের ওপর দিয়ে লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও গেছেন কয়েকবার।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.