আমাদের কথা খুঁজে নিন

   

একজন শিক্ষকের জবান বন্দীতে লেখা এবং একটি জ্বালাময়ী ক্লাস.............

চাকরি করার ইচ্ছে হয়নি কখনো। তাই তো পড়ালেখা হিসাববিজ্ঞান নিয়ে, কিন্তু করছি কম্পিউটার ব্যবসা!!! কম্পিউটার সংক্রান্ত যে কোন বিষয়ে যোগাযোগ করতে পারেন। মেইল: sajimtalukdar@gmail.com

গতকাল আমার এই অবস্থা হয়েছিলো...................... গতকাল রুটিনে যে স্যারের ক্লাস তিনি না থাকায় যথারীতি প্রক্সি ক্লাস নিতে আসলেন অন্য একজন শিক্ষক। ছাত্র সংখ্যা খুউবই কম, আর আমার যে শিক্ষক এসেছেন তার বয়সও কম, তাই তাকে আমি আমার বন্ধু বলি যদিও সে জানেনা। কথায় কথায় তাকে কিছু প্রশ্ন করলে তিনি বললেন: আমাদের বিভাগের সকল শিক্ষকদের মধ্যে চলছে মনস্তাত্তিক দ্বন্দ।

তার অন্যতম কারণ কে কোন বিষয় পড়াবে এই নিয়ে। কিছু বিষয় রয়েছে যা শুধুই থিওরি মানে প্রাইভেট পড়ানোর মতো নয়, ফলে সকল শিক্ষকই প্রাইভেট পড়ানো যাবে এমন সব বিষয়ের ক্লাস নিতে চায়। আর এক ফলে শিক্ষকগণ রীতিমত মৌনযুদ্ধে অবতির্ণ হয়েছেন। আর তাদের এই মৌনযুদ্ধের ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছি আমরা ছাত্ররা। যারা প্রাইভেট পড়ানোর মতো বিষয় পাননি তারা এখন আর ঠিক মতো ক্লাস করান না।

আর এখানেও রয়েছে ক্ষমতার জোর বলে একটি কথা, আর এ ক্ষমতাটা কিসের তা আমার মনে হয় আপনার বুঝতে পারছেন। যার ক্ষমতা যত বেশি সে তার ক্ষমতা ব্যবহার করে নিজের পছন্দ মত বিষয় গুলো পড়াচ্ছে। এছাড়াও তিনি এমন এমন কিছু কথা বললেন যা শুনে আমি মনেহয় কিছুক্ষণের জন্য অন্য জগতে চলে গিয়েছিলাম। যেন আমি এক মাতাল যেমনটা ছবিতে আছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.