আমাদের কথা খুঁজে নিন

   

সমাজপতিদের দোররা মারা জরুরি



সম্প্রতি মিডিয়ার মাধ্যমে জানা গেছে দেশের বেশ কয়েকটি স্থানে ফতোয়াবাজির ঘটনা ঘটেছে। সবগুলি ঘটনার শিকার হয়েছে নারীরা। বিশেষ করে তাদেরকে দোররা মারা হয়েছে। দোররার আঘাতে জর্জরিত হয়ে বেশ কয়েকজন হাসপাতালের শরনাপন্ন হয়েছেন। দেশের মানবাধিকার কর্মীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মামলাও হয়েছে। সিলেটের নুরজাহান হত্যার পর আলোড়নের প্রেক্ষিতে মনে হয়েছিল অন্তত আর কোন ফতোয়াবাজির ঘটনা ঘটবে না। কিন্তু সেইসব সমাজের কীট যারা কিনা সমাজপতি নামে পরিচিত তারা তাদের লোভের জায়গা থেকে মোটেও সড়েনি। নানান লোভ লালসার উন্মত্ততায় মানুষকে মানুষ মনে করতে পারেনি।

পৃথিবীর ইতিহাসে বিচার ব্যবস্থায় বদলা নীতি চালু ছিল। জানের বদলে জান, চোখের বদলে চোখ এটি আধুনিক সমাজ ব্যবস্থায় কাম্য না হলেও যেসব সমাজপতিরা পিছনে থেকে সামনে এগোতে পারেনি তাদেরকে দোররা মেরেই বিচার করা জরুরি। সমাজে হেয় পতিপন্ন করার জন্য নারীদের অবহেলিত জীবন থেকে উত্তরনের পথ খুলতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.