সবকিছুই তো থাকছে............... তবে অবশ্যই পবিত্রতার স্বার্থে এই ব্লগ একাত্তরের যুদ্ধাপরাধী ও তাদের উত্তরসুরী-সমর্থকদের জন্য নিষিদ্ধ.......এটি শুধুতাদের জন্যই উন্মুক্ত যারা সুস্থ চিন্তার অধিকারী মুক্তবুদ্ধি সম্পন্ন মানুষ......
অহঙ্কার। শব্দের মতোই বিভৎস এর অর্থ। আমি মোটেই সহ্য করতে পারিনা। নিজের অহঙ্কার করার মতো কিছু নেই বলে অন্য কেউ অহঙ্কার প্রকাশ করলে মেনে নিতে কষ্ট হয়। কিন্তু প্রতিবাদ বা প্রতিরোধ করাটা সবসময় নিজের জন্য নিরাপদ মনে হয়না..তাই মুখ বুঝে সহ্য করি।
আমার মতো সাধারন ঘরের সন্তান যারা তাদের অনেক কিছুই মেনে নিতে হয়।
মনে পড়ে কিছুদিন আগে আমার বিভাগের এক সিনিয়র আপার (যিনি নিজেও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা) সার্টিফিকেট সত্যায়িত করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম। বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে পরিচিত অনেকেই আছেন সেখানে এবং তাদের পরামর্শ অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগে গেলাম। ভদ্রলোক প্রায় 30 মিনিট পর আমার দিকে তাকালেন। কাগজগুলো হাতে নিয়ে বললেন আগে বিশ্ববিদ্যালয় থেকে ভেরিফিকেশন করিয়ে আনতে হবে।
আমি অবাক হলাম । কারন তিনি এটা বলার জন্য আমাকে 30 মিনিট বসিয়ে রাখলেন !!
যাই হোক- ক্যাম্পাসে গেলাম। রেজিস্ট্রার বিলিডং এ অনেকেই আছেন পরিচিত যাদের সহায়তায় 2 ঘন্টার মধ্যে কাজ শেষ করে বেলা 3 টার দিকে আবার গেলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই কর্মকর্তার রুমে। ওনি তো আমাকে দেখে টাষ্কি খাওয়ার অবস্থা। বার বার কাগজ দেখেন আর আমার দিকে তাকান।
এরপর আবার চুপ। প্রায় 25 মিনিট পর তিনি পিয়নকে বললেন সীল মারতে এবং নিজে স্বাক্ষর করলেন।
আবার কিছুদিন আগে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনের তত্ত্বাবধায়ক আমলে বিএনপির একজন হাসতে হাসতে বলছিলেন- "আওয়ামী লীগ দলীয়করনের কথা কয়। আমরা নাকি তিন স্তরে দলীয় করন করছি। তো কি হইছে।
দরকার হইলে ছয় স্তরে করুম। যেমনে হোক ক্ষমতায় আসতে হইবো। "
এর মাত্র একমাস পর তিনি পালিয়েছেন ঢাকা ছেড়ে আর তার বস এক কোটি টাকার চাদাবাজি মামলায় জেলে বসে ফ্রেঞ্চ কাট দাঁড়ি রাখছেন।
কাল টিভিতে দৃশ্যটা দেখে বারবার মনে হচ্ছিলো- অহঙ্কার পতনের মূল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।