আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিকেটঃ বাংলাদেশের খেলোয়াডরা কি মনে করে নিজেদের ? অথবা কি মাথায় নিয়ে খেলে...



আমাগো রোডের চা’ দোকান মালিকের পোলা রমজানকে জাতীয় দলে নিলে এবং সে ডাক মারলে অইটা কিন্তু তার দোষ না... যাইহোক আমাদের প্লেয়াররা নিজেদের কি মনে করে জানি না... তাও একটু চিন্তা করে দেখলাম তারা নিজেদের কি মনে করে খেলে এবং আমার কি মনে হয় তাগো বাপারে...যার কারনে বারবার এমন ফলাফল দেখতে হয় আমাদের... ১. আশরাফুলঃ তারে “বাংলাদেশের সবচেয়ে প্রতিভাবান খেলোয়াড” বলা হয়, এই গর্বে মাটিতে পা পডতে চায় না...তার উপর বিসিবি’র সবাই তার মামা লাগে... টিমে তারে না নিলে কারে নিবে ?? তারে বাদ দিবে এমন সাহস কার আছে ?? বাংলাদেশে তার মতো প্লেয়ার আর ১০০ বছরেও তো আসবে না... তাই আশরাফুল মনের আনন্দে খেলতে যায় এবং ২ টা চার মেরে পাভিলিয়নে ফিরে আসে... রোদে পুডে কালো হবার মানে নাই... খুব সম্ভব ড্রেসিংরুমে বসে বসে ইংরেজী শিখার চেস্টা করে... আইপিএল এ গিয়া নিজেরে এখন মনে হয় শচীন-ডুমিনি-জয়সুরিয়া ভাবা শুরু করে দিছে... ২. মুশফিকুর রহিমঃ ধইরাই নিছে বাংলাদেশ আর কোন কীপার নাই...তারে আর কেডা বাদ দিবো ?? অল্প বয়সে কীপার হইছে, তাও মাসুদের জায়গায়... মাথায় নির্বাচকদের হাত আছে...এই জন্নই তো খেলায় আর মন থাকে না... থাকলে কি আর এতো কাচ ছাডে ?? ৩. মাশরাফিঃ বউরে নিয়া সে ৩ মাসের টুরে যাইতে পারে, কিন্তু এইবারই কি ইংলান্ড দেখানো জরুরী ছিলো ?? বউ লগে থাকলে এই পোলার খেলায় কি আর মন বসবে ?? সারাক্ষন উডাউডি না করে নিজের খেলায় মন দিলে দেশ-দশের উপকার হইতো কারন তারে দেশের সবাই খুব ভালো পায়... তয় মাথা থেকে মনে হয় কলকাতার ভুত এখনো যায় নাই... ৪. সাকিবঃ আইপিএল এ না যাইতে পাইরা মনে হয় মন খারাপ...বাচ্চা কান্ধে আর কতো প্রেশার নিবো ?? অই চিন্তায় এই পোলা কাহিল... ৫. তামিমঃ বড ভাই অল্প বয়সে বিয়া করছে, এই জন্য মনে হয় তার মনও আনচান করে খালি বিয়া করবার জন্য... তাই তার মা’এর কাছে অনুরোধ যে, বড ভাইয়ের মত তারেও বিয়া করায় দেন... ক্রিজে একটু বেশি সময় থাকা শিখবে...অস্থিরতা কমে আসবে... ৬. জুনায়েদঃ বার বার খারাপ করেও আশরাফুলের মতো ১০ মাচ পরে একটাতে ভালো করে টিকে যায় দেখে নিজেরে ২য় আশরাফুল মনে করা শুরু করছে...ওর জায়গায় নাফিসকে নেওয়া হোক...তেল বার হয়ে যাবে... ৭. নাঈমঃ অল্প বয়সী পোলাপানকে হুট করে জাতীয় দলে ঢুকায় দিলে কলার উচা করা নেচার হয়ে যায়...এই পোলার অইটাই হইছে...আর ২/৩ বছর পরে তারে ডাকা উচিত ছিলো... ৮. রিয়াদঃ মনে হয় আশরাফুলরে দেখে হয় ভরসা হারায় ফেলসে নিজের উপরেই, নাইলে প্রাকটিস মাচের ভালো করার ভুত দূর হয় নাই... গতবাদ নাজিমুদ্দিনও প্রাকটিসে ভালো করে আসল জায়গায় ডাব্বা মারছে... তাও অরে নিয়ে আমার আশা আছে... ৯. রুবেলঃ পাডার বোলিং এবং জাতীয় দলের বোলিং যে এক না, এইটা এই পোলার বুঝবে আরো অনেক সময় লাগবে...২ বছর “এ”টিমে খেলায় এই পোলারে জাতীয় দলে আনলে কনফিডেন্সও থাকতো, বাংলাদেশও সার্ভিস পাইতো... বেশি পাকনামি করে বোলিং করতে গিয়ে খিচুডী বানায়ে ফেলছে সবকিছু... ১০. রাকিবুলঃ ওর জায়গায় অলক/আফতাবকে নেওয়া হলে সোজা হয়ে যাবে...নিজেরে হেডম ভাবা শুরু করছে...রাহুল দ্রাবিড ভাবা শুরু করছে...বেশি ঢং করতে গিয়া কামের কাম কিছুই করতে পারতেছে না... ১১. রাসেলঃ সে নিজের সেরা ফর্মে থাকলে হয়তো রুবেলকে খেলানো লাগতো না... ১২. শাহাদাতঃ নিজেরে শাহরুখ খান ভাবে... মাঠে বেশি নায়ক সাজতে গিয়া ভিলেন হয়ে যায় আমাদের কাছে...গা’য়ের জোরে আর কতদিন বোলিং করবে জানি না...বোলিং করার সময় চোখ মনে হয় গালারিতে মেয়েদের খুজে...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.