হঠাৎ বিদ্যুৎ চমোকে
চমকে বাইরে তাকিয়ে দেখলাম একটি ছায়া,
ভুত নয়তো???
ধূর ভুত আসবে কোথ থেকে??
তাহলে জ্বীন নয়তো??
আরে বোকা,জ্বীন আর মানুষের দিকে ফিরেও দেখেনা
নিজেই নিজেকে বোঝালাম।
আমি তো স্পষ্ট দেখলাম একটি ছায়া
সাদা কাপড়ে আবৃত একটা শরীর।
তাহলে কি সে???
ভয়ে আমার দরজার কড়া
নাড়তেও ভুলে গেছে,
পাছে তাকে আমি ফিরিয়ে দেই???
আরেকটি বিদ্যুৎ চমোকে,
আবার তাকালাম বাইরে,
না তো কেউ নেই,
কোন ভুত বা জ্বীন বা ছায়া।
কিন্তু ভালোভাবে তাকিয়ে দেখি
যাবার বেলায় ছাযাটা রেখে গেছে তার মায়া,
এক ডালি ভরা,
তাজা রক্তে রাঙ্গানো লাল গোলাপ
আমার ভালোলাগার ফুল।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।