ভেবেছিলাম এবার আমি ভিন্ন ভাবে বাঁচতে চাবো
কুড়িয়ে পাওয়া আঘাত গুলো ঢাকতে চাবো
স্নানাগারের এক গোছলে শুদ্ধ হয়ে
এক নিদ্রায় শত বছরের অনিদ্রা পুষিয়ে নেবো
এক নদী শোক এড়িয়ে গিয়ে সেই সৌধসম কালোচোখ থেকে চোখের ছায়া সরিয়ে নেবো
তারপর হব অন্য মানুষ অন্য রকম;
ভেবেছিলাম এই নগরের নাগরিক স্মৃতি মস্তিষ্ক থেকে ছুঁড়ে ডাস্টবিনেতে যাবো নির্বাসনে নিসর্গতে,
বেশি দূর নয় যখন পৌঁছালাম মাত্র নদীর কাছে
হাহাকার মিশে গেলো তার ঢেউ এর সাথে
কাশবন পুড়ে ধ্বংশ হলো অপঘাতে অকস্মাত্ এ
মাটি খুঁড়ে অনিদ্রা পেলাম,
সুখ পাব কি অভ্যন্তরে এক যুদ্ধরত নাগরিক মন বয়ে এনেছি
বয়ে এনেছি চোখের মাঝে এক সৌধসম কালো চোখের ছায়া অলক্ষ্যতে !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।