আমাদের কথা খুঁজে নিন

   

কাশ্মীরে দুই মুসলিম তরুণীকে ধর্ষণ ও হত্যা

আমি আমাকে প্রচন্ড রকমের ভালবাসি। তাই স্রষ্ঠার ইবাদত করি। আমি তো আমার না্ আমি, আমার স্রষ্ঠার সৃষ্টি।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে দুই মুসলিম তরুণীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অব্যাহত রয়েছে। ভারতীয় সেনাবাহিনী ঐ দুই তরুণীকে প্রথমে ধর্ষণ ও পরে হত্যা করে একটি নালায় ফেলে রেখেছিল বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন।

আজ শ্রীনগরে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। হুররিয়াত কনফারেন্সের ডাকা ধর্মঘটে আজও শ্রীনগরের সকল সরকারী অফিস-আদালত, ব্যাংক ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। কাশ্মীরের অন্যান্য স্থানেও একই অবস্থা বিরাজ করছে। পাশাপাশি যান চলাচল এবং দোকান-পাট বন্ধ রয়েছে। কার্যত গত ছয় দিন ধরে কাশ্মীর অচল হয়ে আছে।

কাশ্মীরের প্রধান বিরোধী দল পিডিপির প্রধান মেহবুবা মুফতি সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইন বাতিলের দাবি জানিয়েছেন। এই আইনের কারণেই সেনাবাহিনী নানা ধরনের অন্যায়-অপরাধে জড়িয়ে পড়ছে বলে তিনি মন্তব্য করেছেন। সেনাবাহিনী ব্যারাকে ফিরে না যাওয়া পর্যন্ত কাশ্মীরে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে না বলে তিনি জানিয়েছেন। গত সপ্তায় কাশ্মিরের প্রধান নগরী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত শোপিয়ান এলাকায় ১৭ ও ২২ বছরের ঐ দুই মুসলিম তরুণীর মৃতদেহ একটি নালার ভেতর থেকে উদ্ধার করা হয়। নিহতদের পরিবারের সদস্যরা বলেছেন, হতভাগ্য তরুণীদের মৃতদেহে কোন কাপড় ছিলো না এবং তাদের শরীরে নির্যাতনের চিহ্ণ রয়েছে।

তারা অভিযোগ করেছেন, ভারতীয় সেনারা অপহরণ করে ঐ দুই তরুণীর ওপর পাশবিক নির্যাতন চালিয়ে তাদের নির্মমভাবে হত্যা করেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.