সন্ত্রাসীদের এবার হামলায় চালিয়েছে থানা। ভারত শাসিত জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলার হীরানগর থানায় সন্ত্রাসী হামলায় ৫ পুলিশ কর্মীসহ ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছে অনেকে। ভারত-পাক সীমান্তের কাছে এই হীরানগর এ থানা অবস্থিত।
আজ বৃহস্পতিবার সকালে সেনার পোশাক পরে সেই থানায় চড়াও হয় কয়েকজন সন্ত্রাসী।
তারপর আচমকা গুলি চালাতে শুরু করে তারা। গুলিতে ৫ পুলিশ কর্মীসহ মোট ৭ জনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর ঘটনার পরই একটি ট্রাকে করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এরপরই জম্মু-পাঠানকোট হাইওয়ে সিল করে দেওয়া হয়েছে। জারি করা হয়েছে সতর্কতা।
ভারত পাক সীমান্তে অবস্থিত সব থানা গুলিকে সতর্ক করা হয়েছে। সন্ত্রাসীদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে পুলিশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।