আমাদের কথা খুঁজে নিন

   

কাশ্মীরে জঙ্গি হামলায় সেনা সদস্যসহ নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনা সদস্যদের সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে এক সেনা কর্মকর্তা ও দুই জঙ্গি নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন চার সেনা সদস্য।

সোমবার গভীর রাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার ক্রালপোরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সোমবার রাতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়। সংঘর্ষ চলাকালীন নিখোঁজ হয়ে যান দুই নিরাপত্তারক্ষী।

২/৩ জঙ্গি ওই এলাকায় এখনও লুকিয়ে রয়েছে বলে পুলিশের অনুমান। কাশ্মীর পুলিশের বরাত টাইমস অব ইন্ডিয়া গ্রুপের হিন্দি দৈনিক নবভারত এ কথা জানিয়েছে।

'হামলাকারী জঙ্গি তিনজন ছিল। এখন ফায়ারিং বন্ধ রয়েছে। আমরা ওই এলাকায় তল্লাশি চলছে' বললেন

কুপওয়ারার পুলিশ সুপার মাকছুদ উল জামান।

তবে পুলিশ কর্মী নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি কোন কথা বলেননি।  

সোর্স: http://www.bd-pratidin.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.