আমাদের কথা খুঁজে নিন

   

গাড়ী কেনা নাকি কেজি'তে তরকারী কেনা!



হুজুগে মাতাল বাঙালী আমারা সবাই এখন গাড়ীর শোরুমে, গাড়ী কেনার জন্য। বাজেটে গাড়ীর দাম বাড়বে, এই কথা গত মাস চারেক যাবৎ টক অফ দ্যা টাউন। বেকর্ড পরিমান গাড়ী দেশে আমদানী হচ্ছে। জাপানে খোদ টয়োটা কম্পানী'র অবস্থা বৈশ্বিক মন্দার কারনে ভালো যাচ্ছে না, অনেক লোক ছাটাই হচ্ছে। আর আমরা দেদারসে গাড়ী কিনছি।

আজ বিকেলে গাড়ীর শো-রুম ঘুর আসা এক ক্রেতার কিছু অভিজ্ঞতা শুনুন। শো-রুম ১. গাড়ী পছন্দের পর দোকানের ম্যানেজারের সাথে কথা বলার জন্য তার রুমে ঢুকে ক্রেতা থ' মেরে গেল। চার'জন সম্ভাব্য ক্রেতা সেখানে বসে আছে। তার সিরিয়াল পাঁচ। টানা ২৫ মিনিট পর ম্যানেজার তার দিকে ফিরলেন।

দুঃখ প্রকাশ করে ম্যানেজার বললেন, "আমার গাড়ী ব্যবসার ১৫ বছরে যত গাড়ী বিক্রি করেছি, গত ৩/৪ মাসে তার চাইতে বেশী গাড়ী বিক্রি করলাম"। শো-রুম ২. মোটামুটি বেশ বড় আকারের শো-রুম এটি। বাইরে থেকে মোটামুটি অনেকগুলো গাড়ী দেখে সেই ক্রেতা ঢুকলেন সেখানে। যে গাড়ীটা সম্পর্কে উনি জানতে চাচ্ছেন সেলস্ ম্যান বলছে, স্যার এটা বিক্রি হয়ে গেছে। শুধু ঐ দু'টো আছে বিক্রি'র জন্য, ডান পাশের কোনার দুটো গাড়ী দেখিয়ে বললো সে।

সে গুলো ক্রেতার পছন্দনীয় গাড়ী নয়। ক্রেতার হতাশা দেখে সেলস্ ম্যান বললো, স্যার মানুষের মাথা খারাপ হইয়া গেছে, কেজিতে তরকারী কেনার স্টাইলে সবাই গাড়ী কিনছে। ক্রেতা'ও মজা করে বললো, অফিস থেকে ফেরার পথে প্রতিদিন'ই বাচ্চাদের জন্য চকলেট বা বিস্কিট বা ফল ইত্যাদি কিনে নিয়ে যাই। আজ'ও ফিরছিলাম ভাবলাম আজ একটা গাড়ী কিনে নিয়ে যাই। শো-রুম ৩. চার পাঁচ'টা গাড়ী প্রদর্শনরত আছে এমন এক শো-রুমে'র ম্যানেজারের রুমে ক্রেতা বসে আছে।

ক্রেতা তার পছন্দের ব্র্যান্ড ও মডেলের কথা বলাতে তাকে ম্যানেজারের রুমে নিয়ে আসা হয়েছে। ম্যানেজার তার ল্যাপটপ থেকে ঘেটে ঘুটে ২ টা গাড়ী'র ছবি দেখালেন। স্যার খুব ভালো গাড়ী, চোখ বন্ধ করে নিতে পারেন। গাড়ী গুলো একটু দেখা যাবে, ক্রেতার প্রশ্ন। গাড়ীগুলো তো এখনো সমুদ্রে, মানে জাপান থেকে রওনা দিয়েছে।

১১ তারিখে শো-রুমে ইন করবে। আপনি আপনি এডভান্স দিয়ে যান। ১২ তারিখে ডেলিভারী দিবো স্যার। গাড়ী সামনা সামনি না দেখে গাড়ী কেনা, ক্রেতার প্রশ্ন। স্যার এখন তো সব গাড়ী'ই এভাবে বিক্রি হচ্ছে।

আপনি বুকিং না দিলে আপনি'ই মিস করবেন। এটা আগামীকালের মধ্যেই বিক্রি হয়ে যাবে। শো-রুম ৪. "স্যার কি ক্যাশ নাকি ব্যান্ক লোন? সেলস্ ম্যান জিজ্ঞেস করলো ক্রেতাকে। ব্যান্ক লোন, ক্রেতার উত্তর। স্যার দুঃখিত আমরা বর্তমানে শুধু ক্যাশ টাকায় গাড়ী বিক্রি করছি।

ব্যান্ক লোনে নূন্যতম ৭-১০ দিন সময় লাগে, সেই পর্যন্ত গাড়ীগুলো শো-রুমের যায়গা দখল করে রাখে। । পোর্টে আমাদের অনেক গাড়ী চলে এসেছে সেগুলো আনতে পারছি না স্পেইসের জন্য। এখনও যারা গাড়ী কেনার জন্য শো-রুম থেকে শো-রুম হন্যে হয়ে ঘুরছেন তাদের প্রতি একটি অনুরোধ, এতো দাম দিয়ে একটা জিনিষ কিনতে যাচ্ছেন কিন্তু ভালভাবে যাচাই-বাছাই করতে দিচ্ছে না বিক্রেতা'রা। এই সুযোগে কিছুটা নিম্ন মানের গাড়ী গছিয়ে দিচ্ছে না তো!


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.