I realized it doesn't really matter whether I exist or not.
http://bn.biborton.com [সম্পূর্ণ নতুন ডিজাইনে আলফা ভার্সন থেকে বেটা ভার্সনে উন্নীত করা হয়েছে বিবর্তন বাংলাকে। ]
বিবর্তন বাংলার প্রচারণামূলক পোস্টে প্রথমেই যে তথ্যটি দেয়া প্রয়োজন মনে করছি, সেটা হলোঃ বিবর্তন কোনো ব্লগ নয়। আপাতঃদৃষ্টিতে এটিকে ব্লগ মনে হলেও বিবর্তনের কনসেপ্ট মূলত একটি অনলাইন বাংলা ম্যাগাজিন তৈরি করার। মুদ্রিত ম্যাগাজিন আর বিবর্তন বাংলার মধ্যে পার্থক্য হলো এই যে, বিবর্তন ছাপানো হয় না। আর এছাড়াও বিবর্তনে লেখকের নিজস্ব স্টাইলে লেখার স্বাধীনতা দেয়া হয়।
বিবর্তনের নিজস্ব বিভাগসমূহে যে কেউ লেখা পাঠাতে পারেন। চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে কিংবা সরাসরি ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে (দ্রষ্টব্যঃ রেজিস্ট্রেশন আপাতত বন্ধ রয়েছে)।
আমরা লেখকদেরকে চিঠির মাধ্যমে লেখা পাঠানোর সুযোগ দিচ্ছি যাতে টেকনিক্যাল জ্ঞান না থাকার কারণে কারো লেখা অপ্রকাশিত রয়ে না যায়। আবার একই সঙ্গে অনলাইনেই নিজেদের লেখা সাবমিট করার সুযোগ দিচ্ছি যাতে দ্রুততম সময়ে এবং সহজতম উপায়ে লেখা প্রকাশ সম্ভব হয়। তবে সব লেখাই অ্যাডমিনিস্ট্রেটর রিভিউয়ের পর প্রকাশিত হবে।
আমাদের যাত্রাকে সফল ও সুন্দর করে তুলতে পারে আপনার একান্ত সহযোগিতা। আপনি লিখুন, আপনার প্রতিবেশী কিংবা লিখতে পারেন কিন্তু লেখা প্রকাশ করতে পারেন না এমন মানুষদের বিবর্তনের কথা জানান। আমাদের ঠিকানা তাদের কাছে পৌঁছে দিন। আমাদের কথা ছড়িয়ে দিন সবার মাঝে। আমরা লেখা তুলে আনতে চাই যেকোনও প্রান্ত থেকে।
সুযোগ-সুবিধা কিংবা টেকনিক্যাল/কম্পিউটারভিত্তিক নলেজ না থাকার কারণে কারো লেখা খাতার পৃষ্ঠাতেই সীমাবদ্ধ থেকে যাক, তা নিশ্চয়ই আপনারও কাম্য নয়।
আপনাদের সর্বাত্মক সহযোগিতা কামনায়ঃ
আমিনুল ইসলাম সজীব,
বিবর্তন বাংলা,
http://bn.biborton.com [আলফা থেকে উন্নীত ভার্সন]
01911911122,
রেজিস্ট্রেশন না করার জন্য অনুরোধ করা গেল। সাইট এখনো পরীক্ষামূলক পর্যায়ে। রেজিস্ট্রেশন উন্মুক্ত করা হলে পোস্টের মাধ্যমে জানানো হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।