আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ বৈপ্লবিক সাদৃশ্য

আমি সাইফুল্লাহ সাইফ । পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে "ইনফরমেইশন এন্ড কমুনিকেশন ইঞ্জিনিয়ারিং" বিভাগে দ্বিতীয় বর্ষে পরছি । অনেক কিছুই ভালো লাগে; বই পড়া, ভ্রমন করা, গান শুনা আরও আনেক । একজন সৎ আদর্শবান মানুষ হওয়ার স্বপ্ন দেখি । নিজে লেখালেখি করি, এ একটু আগে একটি আর্তনাদ শুনতে পেলাম ।

বিছানা ছেড়ে উঠে গিয়ে বাইরে দাড়াই । কী বীভৎস অন্ধকার! নিজেকেই বুঝতে পারি না । একটু এগিয়ে জোরগলায় বলি, কে ওখানে? তখন পিনপতন নীরবতা নেমে আসে চারপাশে শুধু নিজের কণ্ঠের প্রতিধ্বনি ফিরে আসে । একটি কুকুর হঠাৎ চেঁচিয়ে উঠে, আমি চমকে যাই! অন্ধকারে কুকুরের চোখ দুটি জ্বলে উঠে, আকাশে বজ্রপাতের বিদ্যুতের মত । যেন একটি তির্যক রশ্মি হঠাৎ আমার ভেতরে ঢুকে যায় ।

আমি শব্দতত্ত্ব ভুলে, আলোকতত্ত্বের অনুসন্ধান করি । কুকুরটি আবার চেঁচিয়ে উঠে । আমি পুনরায় শব্দতত্ত্বে ফিরে আসি । শব্দগুলোর মধ্যে তুলনা করে কোথাও যেন একটি মিল খুঁজে পাই । “আজকাল কুকুরগুলোও মানুষের মত চেঁচাতে জানে ।

” সাইফুল্লাহ সাইফ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।