প্রথম পর্ব
আ- ঠিক বুঝলাম না ।
চো- আমার এক নিকে আমি কুরআনের অনুবাদ দেই । কুরআনের বিজ্ঞানময়তা নিয়া কথা বলি । আবার আরেক নিকে আল্লা -রসুলরে গাইল পাড়ি । বাকিটা বুইঝা লন ।
আ- তবু তো আস্তিক-নাস্তিক সব ধরনের লোকই ব্লগে আছে । তারা একে অন্যকে আক্রমণ করতেই পারে । এই আক্রমণটাকে কিভাবে দেখেন ।
চো- সত্যিকারের আস্তিক-নাস্তিক এই কাজটা কখনোই করেনা জনাব ।
আ- ঠিক বিশ্বাস হয়না ।
চো- আপনার বিশ্বাসের খ্যাতা পুড়ি । (রাগত স্বরে)
আ-আপনার অনেক সময় নষ্ট করলাম । একটা শেষ প্রশ্ন - আপনার এই নিকটার অর্থ কি ?
চো- আবারও আজাইরা প্রশ্ন । তবু যখন আপনার সব আজাইরা প্রশ্নের জবাব দিছি এইটারও দেই 'চোরের রাজা রূপের রাণী' ।
আ- আর একটা কথা .......
চো- কোন কথা নয় ।
আ- পিলিজ..
চো- ঠিক আছে শুধু একটাই কথা ।
আ-আপনার কোন পোস্ট স্টিকি হয়না কেন ?
চো-আমার কোন পোস্ট স্টিকি হয়না কে বলল তোমারে ? আমার এ পর্যন্ত যতগুলা পোস্ট স্টিকি হইছে ততগুলা পোস্ট তুমি ইহজিন্দেগীতেও লেখতে পারবানা । মিয়া আমার কয়টা নিক খালি ঐ দিকে তাকাও । তাইলেই বুঝবা আমার পোস্ট স্টিকি হয় কিনা !
আ- তাইলে তো আপনি ভালই জানেন কি কি গুণ থাকলে একটা পোস্ট স্টিকি হয় ?
চো- আরে ঐডা কোন কথা হইল । আমি চাইলেই কোন পোস্ট স্টিকি হইতে বাধ্য ।
আ- তাইলে কি আপনেই কর্তৃপক্ষ ? কিংবা রেসিডেন্ট ভাড় ?
চো- তোমার এই নিকটা ভয়াবহ বিপদের মইধ্যে আছে বাছা ।
আ- ঠিক বুঝলাম না । আমার নিকতো মোডে একটাই ।
চো- তাইলে সাবধানে থাক আর আগে বাড়াইওনা ।
আ- এইবারের মত মাফ কইরা দেওন যায়না ?
চো- একদিন দেখা কইর ।
দেখি মাফ করন যায় কিনা !
আ- আফনার দয়ার শরীর ।
চো- সে আর বলতে । হাহাহা ।
আ- ও আরেকটা কথা । হাহাপগে, হাহামগে, ঝাজা এই জাতীয় শব্দগুলার মানে ঠিক বুঝিনা ।
চো- দেখা কইর । সাক্ষাতে বিস্তারিত আলাপ হইপে ।
আ- ভাইজান আপনে কোন দেশে থাকেন ?
চো- কেন ? বাংলাদেশে ?
আ- আমি তো ভাই ভারত থেইকা ব্লগাই । আমি আপনার সাথে কেমনে দেখা করুম ।
চো- তোমার কপালে আসলেই খারাবি আছে ।
(কিঞ্চিত বর্ধিত)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।