আমাদের কথা খুঁজে নিন

   

একজন জীবন্ত ব্লগ কিংবদন্তীর (কুতুব) সাক্ষাৎকার (পর্ব এক)



তিনি একজন খ্যাতিমান ব্লগার । আপনারা সবাই তাকে জানেন । তবে তিনি আজ এমন এক নিকে আপনাদের সামনে হাজির হয়েছেন যে নিকে এখনো কেউ রেজিঃ করেনি । তিনি চোরারূরা । আ-আসসালামুআলাইকুম ।

কেমন আছেন ? চো- দেখুন সালাম একটা সাম্প্রদায়িক প্রপঞ্চ । আমি এগুলো পছন্দ করিনা । আর হ্যাঁ, অবশ্যই ভাল আছি । আমাকে যে ভাল থাকতেই হয় । হাহাহা ।

আ- কেন ?কেন ? কেন ? আপনাকে ভাল থাকতেই হয় কেন ? চো- ও তুমি বুঝবেনা । তোমাকে তুমি করেই বলছি, শত হলেও ব্লগে তুমি আমার চেয়ে অনেক নতুন । আ- তা না হয় বুঝলাম । আপনি আমার চেয়ে পুরাতন ব্লগার । কিন্তু আপনাকে কেন ভাল থাকতে হয় তাতো বুঝলাম না ।

চো- ঐ তো সেম কেস । পুরানো হও বুঝবে । আ- ব্লগে অনেকের একাধিক নিক আছে- এ ব্যাপারে আপনার বক্তব্য কি ? চো- সত্যি বলতে কি একাধিক নিক নেই এমন ব্লগারকে আমি ব্লগারই মনে করিনা । আর যারা নিজ নামে ব্লগিং করে তাদেরকে যে আমি ঠিক কী মনে করি তা আমি নিজেও বলতে পারিনা । হাহাপগে ।

আ- তারমানে আপনারও একাধিক নিক রয়েছে ? চো- আলবৎ । আলবৎ রয়েছে । কি মনে করেন আপনি আমাকে ? (প্রচন্ড রাগত স্বরে) অন্তত, দুই শতাধিক নিক আছে আমার । আ- (চোখ কপালে তুলে) মাই গড! বলেন কি ? কিভাবে মেনটেইন করেন এতগুলা ? চো- আপনি দেখি একেবারে শিশু । এখনো ফিডারে আছেন ।

প্রত্যেক সচেতন ব্লগারই একটা ব্লগ ডায়েরি রাখে । সেখানে ব্লগ সংক্রান্ত যাবতিয় ইনফো থাকে । যেমন ধরুন- নিক, পাসওয়ার্ড, আলাদা আলাদা ব্লগ হলে সেগুলোর এড্রেস এছাড়াও টুকিটাকি বিভিন্ন তথ্য । আ- ব্লগে মডারেশন নিয়ে আপনার মতামত কি ? চো- এখন পর্যন্ত কোন কাজের প্রশ্ন করতে পারেননি আপনি । আর যদি কোন আজাইরা প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে ব্লক করে দেব ।

আ- কী বলেন ? আমি তো ভেবেছিলাম মডারেশন বিষয়টা আপনার কাছে গুরুত্ব পাবে ! চো- আবার সেই একই প্যাচাল । শোনো বাপু যাদের একাধিক নিক থাকে তাদের কাছে মডারেশন কোন ব্যাপারই না । আর হ্যাঁ, কারো সাক্ষাৎকার নিতে হলে তার সম্পর্কে প্রচুর হোম ওয়ার্ক করতে হয়- এই সামান্য জিনিসটাও দেখছি আপনার জানা নেই ! শুনুন আমি যেবার জেফারসনের সাক্ষাৎকার নিয়েছিলাম সেবার অন্তত, ৬ মাস শুধু জেফারসনকেই স্টাডি করেছি । আ- বলেন কি ? প্রেসিডেন্ট জেফারসনের সময়ও আপনি বেঁচে ছিলেন ? চো- গর্দভ ! ব্লগার জেফারসনের কথা বলছি । আ- (মুখ কাচুমাচু করে) স্যরি ।

আচ্ছা, রেসিডেন্ট ভাঁড়দের ব্যাপারে আপনার মতামত কি ? চো- তোমার মাথা আর বুড়িগঙ্গার জল একই কথা । কোনটাই আর ঠিকমত কাজ করছেনা । শোন, কর্তৃপক্ষ তাদের প্রয়োজনে কিছু লোক পালবে এটাই তো স্বাভাবিক । এটা নিয়া ফাল পারাটাই বরং অস্বাভাবিক । যারা ফাল পারে ওগুলারে আমি .... আচ্ছা আজ নয় আরেকদিন বলব ।

আ- আরে বলেন না ! আমি তো জানতাম ডর-ভয় এগুলো আপনার নেই । চো- আমি ভয় পেয়েছি কে বলল? আমি কর্তৃপক্ষরে ও বাল দিয়া জিগাই না । আর তো আম ব্লগার ! আ- সামু থেকে অনেকগুলা ব্লগের জন্ম হয়েছে সেগুলো সম্পর্কে আপনার মত কি ? চো- সামু হল সাগর । সাগর থেকে অনেক নদীর জন্ম হবে এটা স্বাভাবিক । এতে আমি দোষের কিছু দেখিনা ।

আ- আমি জানতে চাচ্ছিলাম, নতুন ব্লগ গুলো ভবিষ্যতে সামুকে ছাড়িয়ে যেতে পারে কিনা ? চো- পারে । খুব পারে । মনে করেন আমার মত পুরানো ব্লগাররা যদি সেই সব ব্লগে চলে যাই তাহলে একদিন সামুর ভরাডুবি হতে বাধ্য । তবে আমার মনে হয়না সামুকে ছাড়িয়ে যাবার মত কোন বাংলা ব্লগ এখনো তৈরী হয়েছে । আ- ইদানিং আমার ব্লগ নামে একটা নো মডারেশনের ব্লগ নিয়ে বেশ মাতামাতি হচ্ছে ।

ঐটা সম্পর্কে আপনার কিছু বলবার আছে ? চো- ঐটা এ টিমের ব্লগ । গালাগালির মচ্ছব চলে ঐখানে । যদিও আমি এখনো ঐখানে যাইনাই । তবু আমার মনে হয় ব্লগস্ফিয়ারে ঐডা ভালামতই নাড়া দিতে পারছে । তবে আমাদের মত ব্লগাররা থাকতে সামুর ভয় নাই ।

আ- (মনেমনে) না গিয়াই এত জানেন ? (শুনিয়ে) ব্লগে অনেক দিন ধইরাই আস্তিক-নাস্তিক একটা দ্বন্দ্ব চলছে । এটা সম্পর্কে কিছু বলবেন ? চো- হাহাহা । এইডা মনে করেন একটা তেলেসমাতি । (চলবে)


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.