আমার ব্লগে সবাইকে স্বাগতম
বলছি তোমায় কানে কানে,
যদি থাকো এই হাতটি ধরে
আমার পাশে , বলবো হেসে,
ভালো বাসো আমায়?
এ কেমন কথা ?
সন্দেহ কি তোমার ?
কেন এমন প্রশ্ন করো :
জানিনা এক অজানা ভয়
সারাক্ষন আমাকে ছেয়ে রয়,
যদি আমি আর নাইবা থাকি
ভালোবাসবে কি কাউকে ,
এই আমার মতন করে ?
যদি এই আমি কালো স্রোতে
বিলিন হয়ে যাই,
একটু খড়কুটাও না পাই
তবে রাখবে কি আমায়
বিস্মি্ৃতির নোনা জলে,
অবহেলার সূক্ষ্ম সুতার কালো জালে ?
যতক্ষন এই আমি
আমার হৃদয়ে শুধু তুমি,
আর কালো স্রোত !
শপদ করছি _
তোমায় নিয়ে নামবো না আর সমুদ্রে,
সমুদ্রের বুকে রাবণকে
করবো ক্লান্ত,
আর কি বললে ?
অন্য কাউকে ?
কিযে বল!
এই বুকের ভালোবাসা কী
অপাএে দান করা যায়?
আমার হৃদয়ে তোমার জন্য
ভালোবাসা র তরলতা কতটুকু
যদি তা জানতে,
আমার বুকে তোমার জন্য ভালোবাসা
বকুল ফুলের সুবাস,
সকাল বেলার প্রথম আলো,
স্নিগ্ধোজ্জল সন্ধ্যা,
স্নায়ুবিক স্পন্দন
যা আমার আর তোমার মাঝে
ঘটে যাওয়া এক অঘটন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।