আমাদের কথা খুঁজে নিন

   

বসুন্ধরার গ্যাস সিলিন্ডার নকল করল যমুনা

বগুড়ায় বসুন্ধরা কোম্পানির সিলিন্ডার গ্যাস নকল করে বিক্রি করছে যমুনা স্পেকটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড। দীর্ঘ দিন ধরে বগুড়ায় যমুনা কর্মকর্তারা বসুন্ধরার সিলিন্ডারে গ্যাস ভরে বাজারজাত করে আসছেন।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকালে বগুড়ার শাহজাহানপুর উপজেলার নয়মাইলে যমুনা স্পেকটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা যমুনা স্পেকটেকের কারখানায় অভিযানে বসুন্ধরার গ্যাস নকল করার বিষয়টির প্রমাণ পান। বিকাল পৌনে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রায় পৌনে ২ ঘণ্টা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বসুন্ধরার সিলিন্ডার গ্যাস নকল করে ভরানোর অপরাধ স্বীকার করায় ১ লাখ টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে এমন কাজ আর করবেন না মর্মে যমুনা স্পেকটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেড বগুড়া প্লান্টের ইনচার্জ আজমল হক মুচলেকা লিখে দেন। এ ঘটনায় বগুড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে যমুনার এ ধরনের ন্যক্কারজনক কার্যক্রমের তীব্র নিন্দা জানান।

জানা যায়, যমুনা স্পেকটেক জয়েন্ট ভেঞ্চার লিমিটেডের প্লান্ট ইনচার্জ আজমল হকসহ কর্মচারীরা বসুন্ধরার খালি সিলিন্ডারে নিম্নমানের গ্যাস ভরে নকল সিল ক্যাপ ও হলুদ স্টিকার লাগিয়ে বাজারজাত করে আসছিলেন। বসুন্ধরার পাশাপাশি বাজারের বিভিন্ন নামি কোম্পানির সিলিন্ডার গ্যাসও রয়েছে।

পরে ওই কোম্পানিকে ১ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের জিএম (প্রশাসন) অবসরপ্রাপ্ত মেজর খন্দকার নাইমুল হক, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম (অপারেশন এবং প্লানিং) ও ম্যানেজার জসিম উদ্দিন বাহার (সেলস)।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.