আমাদের কথা খুঁজে নিন

   

সেদিন গেছিলাম....কোরিয়ার চুংজু লেকের পাড়....

ইতিহাস বারবার ফিরে আসে...
সেদিন গেছিলাম....কোরিয়ার চুংজু লেকের পাড়.... আমার ল্যবমেটদের দাবী অনুযায়ী বিশ্বের বৃহত্তম মনুষ্য নির্মিত মাল্টিপারপাস লেক...সত্য-মিথ্যা যাচই করিনাই....না হইলেই কি?? গত বুধবার আর শুক্রবার ল্যাবের কাজে লেকের পাড় চইষা বেড়াইতে হইলো.... অনেকেই ঘুরতে যায় লেকে - মাছ ধরা, পিকনিক কিংবা শুধুমাত্র যাতায়াতের জন্য(পুরাই মাল্টি পারপাস..) ফিশিং'র জন্য কিন্তু তাদের সাথে আমার পার্থক্য হইলো, তারা যেসব জায়গায় যাওয়ার কথা কল্পনাও করতে পারবেনা, আমাকে সেইখানেই যাইতে হইছে.. প্রযেক্টের কাজ অনুযায়ী আমাদেরকে খুঁইজা বাইর করতে হইবো, লেকের পাড়ের অতি ক্ষুদ্র কিছু এলাকা যেখানে বেশির ভাগ ক্ষেত্রেই ২/৩ ঘর ...তার চেয়েও মজাদার ব্যাপার হইলো.....লোকেশন দেয়া অনুযায়ী কিছু কিছু যায়গার ইদানীং আর অস্তিত্ব নাই(কাপ্তাই লেক কেইস..) পাহাড়ের মাঝখান দিয়া প্রায় পরিত্যাক্ত পথে....পুরাটাই জঙ্গলের মাঝ দিয়া...গাড়ি চলতে চলতে চিপাচুপা দিয়া হঠাৎ হঠাৎ পথ খুঁইজা পাওয়া.... কখোনো সেই পথের শেষে কিছু নাই (মেজাজ বিলা) পাহাড়ী রাস্তা থেকে তোলা.. কখোনো সেই পথের শেষে ১টা বাড়ি, পাহাড়ের ঢালে বাড়ির মালিকের নাশপাতি বাগান....আবার উপরি হিশেবে পাহাড়ি ফলের(মেশিল-ইংরেজী বা বাংলা নাম জানিনা...ফলটা আগে দেখিনাই...) হাতে বানো জুস.... আবারো রাস্তা থেইকা... যেইসব এলাকার অস্তিত্ব বিলীন, সেইসব জায়গার ছবি তুইলা আনতে গিয়া কিছু ছবি পাইলাম, যেগুলা তে আমাদের কর্মকান্ডের ছবি নাইক্কা...সেই ছবি গুলা ব্লগে আপলোড করার জন্য ছবির প্রপার্টি ছোটো করতে গিয়া(৭০০ মেগাপি। থেইকা ৬০/৭০ মেগা পি) ছবির মান কইমা গেছেগা তাও ছবি দেখেন...ভাল্নালাগ্লে নাই.... আরো দুর.. খালি চোখে দেখতে অনেক ভালা.. এইজায়গায় যা ক্যাডা চাষ করতে আসে??
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.