আমাদের কথা খুঁজে নিন

   

প্রগতি সরণীতে রিকশা বন্ধের ঘোষণা পরিহার করা হোক



জানতে পেরেছি প্রগতি সরণীতে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এখানে বিশ্ব ব্যাংকের সুপারিশে ডিইউটিপি প্রকল্পের আওতায় ২০০৫ সালে বন্ধের পরিকল্পনা করা হয়। ইতিপূর্বে মিরপুর সড়কসহ বেশকিছু সড়ক থেকে রিকশা উচ্ছেদ করা হয়েছে। যার প্রেক্ষিতে গবেষণায় এটি সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে রিকশা বন্ধের ফলে ঐ সকল সড়কে যাতায়াত ব্যয় বৃদ্ধি, পরিবেশ দূষণ, যানজট বৃদ্ধি, প্রাইভেট কার বৃদ্ধি এবং পার্কিং সমস্যার মত বিষয়গুলো প্রকট হয়ে ওঠে। এছাড়া শিশু, নারী, বৃদ্ধ, অসুস্থ ও শারিরীকভাবে প্রতিবন্ধিসহ সকল শ্রেণীর মানুষের স্কুল, অফিস, হাসপাতাল, বাজারে যাওয়া-আসার ক্ষেত্রে বিড়ম্বনার সম্মূখীন হতে হচ্ছে।

এছাড়া মালামাল বহনের ক্ষেত্রে ছোট ছোট ব্যবসায়ীদের ঝামেলার পাশাপাশি খরচও বৃদ্ধি পেয়েছে। এই অভিজ্ঞতা থেকেই সম্ভবত এতদিন যাবৎ রিকশা চলাচল নিষিদ্ধ করে প্রাইভেট কারের ব্যবসা ক্ষেত্র হিসেবে ঢাকাকে প্রস্তুত করতে বিশ্ব ব্যাংকের চাপ থাকলেও সরকার সরকার রিকশা উচ্ছেদ কার্যক্রম থেকে বিরত থেকেছেন। কিন্তু হঠাৎ করেই প্রগতি সরণী থেকে রিকশা চলাচল নিষিদ্ধ করার ঘোষণা দেওয়ায় আমরা আশঙ্কিত। যা যাত্রীদের যাতায়াত সমস্যা সৃষ্টি ও রিকশাচালকদের কর্মহীন করবে। আশা করি সরকার জনস্বার্থে খুব শীঘ্রই রিকশা বন্ধের ঘোষণা পরিহার করবেন।

পাশাপাশি রিকশা চলাচলের জন্য যেখানে লেন দরকার তা বাসত্দবায়নসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশবান্ধব ও জ্বালানী সাশ্রয়ী পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.