আমাদের কথা খুঁজে নিন

   

একদা বলবে যখন গাছেরা সমেত

কবিতা উৎপাদন মূলক, শরীরবৃত্তীয়

বিমূঢ় হতে গিয়ে পাখীরা কন্ঠ খুলে নির্বাক হয়ে থাকে- লোকালয়ের পানে চেয়ে, মানুষের কথা-সৌন্দর্য্যের কাছে পরাজিত হয়ে থাকে জল। আহা প্রতিবেশী! তাহাদের নৈঃশব্দের ভেতরে সুস্থির জীবন পারি, পাখীরা নির্বাক হয়ে ঢেকে রাখে মানুষের নগ্ন গোপন। একদা বলবে যখন গাছেরা সমেত- মানুষের সভ্যতা ফুরোলে, ওগো প্রতিবেশী ওগো জল আমার প্রত্ন খুলোনা, এ যে লজ্জার বিজ্ঞান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।