শ্রদ্ধা আর মমতাই তোমাকে জয়ী করতে পারে; তুমি তোমার জ্ঞান প্রয়োগ কর।
কৃষ্ণ সাগরের উত্তরপূর্বে স্তেপের উচ্চভূমিতে জন্ম তার—৪০৬ খ্রিস্টাব্দে, যাযাবর হানদের এক গোত্রে। ৪৩৩ খ্রিস্টাব্দে মারা যায় তার চাচা, হান দলপতি রুয়াস। আর সেই সাথে, স্তেপের সমভূমিতে ভবঘুরের মতো ঘুরে বেড়ানো অসংখ্য সিদিয়ান (Scythian) গোষ্ঠির নেতৃত্ব দানের গুরুভার এসে পড়ে তার ও তার ভাই ব্লেডা'র কাঁধে।
কিন্তু অন্তর্কোলহে বিক্ষিপ্ত, দুর্বল যাযাবর জনগোষ্ঠিকে দ্রুতই সংঘটিত করে ফেলে সে, গড়ে তোলে দুর্ধর্ষ, ভয়ানক নৃশংস এক বাহিনী।
টাইরানিয়া'য় (Tyrannia) রাজধানী স্থাপন করে সে; সেখান থেকে একের পর এক ভয়ঙ্কর সব অভিযান চালিয়ে যেতে থাকে অন্যান্য জাতিগোষ্ঠির উপর। কয়েক বছর পর মারা যায় তার ভাই, আর সে হয়ে উঠে হানদের একচ্ছত্র ক্ষমতার অধিকারী রাজা।
টাইরানিয়া'র এই নিষ্ঠুর শাসকের নাম এটিলা, এটিলা দ্য হান (Attila the Hun), যুগ যুগ ধরে যার তাণ্ডবের কথা শিহরে স্মরণ করবে রোমান সাম্রাজ্য। উরাল নদী থেকে জার্মানি, বাল্টিক সাগর থেকে দানিয়ুব, এশিয়া-ইউরোপের সুবিশাল ভূখণ্ড পদানত হয় তার, পথে পথে পড়ে থাকে নির্মম ধ্বংসযজ্ঞের ছাপ— কনস্ট্যন্টিনোপলের দেয়াল ভেদ করে, বলকানের জনপদ ছাড়িয়ে, পশ্চিম রোমান সাম্রাজ্য হয়ে সুদূর গল পর্যন্ত। তার নিষ্ঠুরতার জন্য অনেক ইতিহাসবেত্তা তাকে অভিহিত করেন স্রষ্টার অভিশাপ(the Scourge of God) হিসেবে।
এখন, টাইরানিয়ার শাসক এটিলা'কে যদি টাইরান্ট (tyrant) বলা হয়, তাহলে টাইরান্ট শব্দটির মানে কী দাঁড়াবে? নিঃসন্দেহে tyrant মানে হবে,
১। An absolute ruler who governs without restrictions.
২। A ruler who exercises power in a harsh, cruel manner.
tyrant শব্দটির সমার্থকঃ authoritarian, autocrat, despot, dictator
তথ্যগত সতর্কতা
এটিলা ঐতিহাসিক চরিত্র, কিন্তু Tyrannia নামে তার কোনো রাজধানীর কথা ইতিহাসে পাওয়া যায় না। শব্দটি মনে রাখার জন্য কাল্পনিক এই রাজধানীটি সৃষ্টি করা হয়েছে। এটিলা একচ্ছত্র ক্ষমতার অধিকারী, অত্যন্ত নিপীড়ক শাসক ছিলেন।
তার একটি রাজধানী থাকা খুবই স্বাভাবিক, এবং তার নাম Tyrannia হলে দোষ কোথায়? অন্তত একটি শব্দ শেখার স্বার্থে হলেও?
এমনিতে, প্রাচীন গ্রিসের নগর রাজ্যে, হঠাৎ করে ক্ষমতা কুক্ষিগত করে ফেলা শাসকদেরকে বলা হতো Tyrant, যা এসেছে লিডিয়ান (Lydian) শব্দ Tyranos থেকে, মানে রাজা । বিশালদেহী ভয়ঙ্কর ডাইনোসর Tyrannosaurus Rex, সংক্ষেপে T. Rex, এর নামও এসেছে Tyranos থেকে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।