আমাদের কথা খুঁজে নিন

   

শাহাবাগের আন্দোলনের দাবিগুলোর সাথে সাগর রুনি হত্যার সুষ্ঠ বিচারের দাবি করছি

হতে পারি বদ অথবা ফাজিল কিংবা একটু দুষ্টু প্রকৃতির। আমি নিজেকে জোকার ভাবতেও ভালবাসি। কিন্তু আমি চরম ঠোঁটকাটা। আমি সত্যের জন্য কারো পরোয়া করি না। কারন পাপ বাপকেও ছাড়ে না।

নিশ্চই মিথ্যা বিলুপ্ত হবে। www.facebook.com/RISALATMAX খবর নাম্বায় একঃ সাগর রুনি হত্যাকান্ডের এক বছর পুরন হল . . . খবর নাম্বার দুইঃ এক বছরেও আসল খুনিদের গ্রেফতার ও তদন্তে কোন অগ্রগতি নাই। সাংবাদিক সমাজও বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচির ঘোষনা দিলেও অদৃশ্য কারনে এর ফলাফল শুন্য। . . . আজরাঈল আমিঃ এতে এত ফালাফালির কি আছে? যুদ্ধাপরাধীর বিচার করতে ৪২ বছর লাগছে আর এই হত্যাকান্ডে তো মাত্র ১ বছর গেছে। বাকি ৪১ বছর কি দোষ করল? আর শাহাবাগে ভূলেও এই বিষয়ে কোন আন্দোলন করা যাইবে না।

তাইলেই সরকার মোমবাতি, মশাল আর তাম্বুর সাপ্লাই বাতিল করব। যান বাড়ি গিয়া মুড়ি খান। ৪১ বছর পর ডিজিটাল শাহাবাগে আইসেন। আর একটা আন্দোলন কইরা দিমুনে। . . . পরিশেষেঃ শাহাবাগের আন্দোলনের দাবি গুলোর সাথে সাগর রুনি হত্যার বিচারের দাবিকেও যুক্ত করার আহ্বান জানাচ্ছি।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.