আজ সারাটা দিন ঘরে। ঘুম ভাঙল কিছুক্ষণ আগে। মন যে কোথায় হারাল। ইন্দ্রনীলের (না ভুল, শ্রীকান্ত, ধন্যবাদ অনিক ভাই) কণ্ঠে শুনছি- এবার আমায় ডাকলে দূরে ।
একটা মৌমাছি ঢুকেছে আমার ঘরের জানালা দিয়ে।
তার উড়োউড়ি দেখছি। এদিক সেদিক হেথা হোথা উড়ে বেড়াবার পরে সে চলে গেল। সব কিছুই কেন আমায় ধরা দিয়ে দিয়েও দেয়না। কোন সে বোঝা পাথর হয়ে চেপেছে যেন। মন যে তৃষিত, কিন্তু কিসের জন্যে, সেটাই জানেনা এই মন।
কোন সে সুর দূর থেকে যেন ভেসে আসছে, কিন্তু ধরা দিচ্ছেনা, ভেসে এসেই ভেসেই চলে যাচ্ছে। হৃদয় কার দোলায় দুলছে, কে আমারে কি যে বলতে চায়। কোন সে হারানো পথ খুঁজে ফেরে। হাতের নাগালে মেঘ, কিন্তু ধরা দেয়না। আজ মেঘের ডাকে মনের ময়ূরও নাচেনা।
গানের তানে গলা মেলেনা আজ। গানের আসর তাই ভেঙে যায়। প্রাণের নদীর ধারা ক্ষীণকায়। কাননের ফুলগুলো শুকিয়ে ঝরে। উদাস হৃদয় আজ তাই ভেলা ভাসায় অচেনা সুদূরে, লক্ষ্যহীন লক্ষ্যে।
সে তো প্রাণের সুধা খুঁজে পাবার জন্যে। হৃদয়-ঘরের গোপন কুঠুরিতে তার হাসিটাও মলিন। শুধু জেগে আছে এক চিলতে রোদ্দুর।
পাহাড়ের গায়ে মেঘ আটকে পড়েছে।
তবুও তো পাহাড়ের চূড়াকে জড়িয়ে রেখেছে সাদা মেঘের চাদর।
( মে ১৬, ২০০৯। সকাল ১০.৪৫)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।