আমাদের কথা খুঁজে নিন

   

জীবনটা কিছু নয় শুধু একমুঠো ধুলো



জীবন কে যদি উৎসর্গ করতে চাও, তবে নিজ স্বত্তার জন্য করো। দেশ,দল,ভাষা খুব বড় কিছু নয়। আজ যে দেশ তোমার,আগামীতে তা হবে অন্যের। এখন যে দলে তুমি আছো,হতে পারে কালকেই ছুঁড়ে ফেলে দেবে হোগলার বনে। আর ভাষা; সেতো আরো ক্ষুদ্র ব্যাপার।

পুরো পৃথিবীর কমন ভাষা কি? নিজেকে জিজ্ঞেস করো। হতে পারে মন-মনের মিলন। নিজেকে বড় করে তোলো; বৃহৎ থেকে বৃহত্তর হও আপন স্বত্তার ভেতর। সর্ব প্রথম নিজেকে জানো; জানো আর মানো। মানো না মানো, অন্তত বিশ্বাস করো।

জীবন থেকে জীবন বেছে নিয়ে উল্লাসে মত্ত হও। উনচল্লিশে মৃত্যু এলে কিছু কান্না রেখে যাও। যদি বাঁচতেই হয়; বাচোঁ- দীপ্র,প্রখর। যদি মরতেই হয় মরো; নিঃশব্দে নয়- গর্জনে মৃত্যু। জীবনের জন্য জাগো।

একবার অন্তত জেগে উঠে দেখাও, তুমি যা পারো তা পারে কেবল মানুষ; ঈশ্বর নয়। অন্তত একবার মৃত্যুর সাথে লড়াই করে মরো। সাদা পাল তুলে দিয়ে, মৃত্যুর ডাঙ্গায় বজরা ভাসিয়ে দাও; পত্ পত্ নিশান উড়িয়ে দাও- কালো কঙ্কাল নয়। সবুজের সমারোহে মানুষের মন। যদি বাঁচতেই হয়, মানুষের জন্য বাঁচো।

বাঁচো নিজের জন্য। দেশ,দল,ভাষা এসব কিছুই নয়। মানুষই প্রকৃতির মহা প্রতিদ্বন্ধী। ধর্মের কল বাতাসে নড়ে, এ কথা না ভেবে ভাবো; মানুষের মাঝে কি অপার শক্তি নিহিত! জাতি-ভেদ ভুলে গিয়ে মনুষ্য জাতি হও। দেশ-জাতি বাদ দিয়ে পৃথিবীর নাগরিক; প্রান্তহীন আকাশের মনিব, এই বোধ জড়াও জীবনে।

উনসত্তুরে মৃত্যু এলে, প্রকৃতির বুকে শেষবার লাথি মেরে; ভেঙ্গে দাও সমস্ত শৃংখল। দাউ দাউ দশ দিকে আগুন জ্বালিয়ে দাও - অতঃপর নিজেও জ্বলে যাও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।