৬৪ বছর বয়সী মার্কিন নারী ডায়ানা নিয়াড একটানা ৩ দিন সমুদ্রে সাঁতরে ইতিহাস গড়লেন।
৭২ ঘন্টার টানা ম্যারাথন সাঁতার দিয়ে কিউবা থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পৌঁছেছেন তিনি। মাত্র ৫২ ঘণ্টা ৫৪ মিনিট ১৮ দশমিক ৬ সেকেন্ড সময় লাগে তার এই দূরত্ব পাড়ি দিতে।
তিনিই প্রথম কোন নারী সাঁতারু, যিনি হাঙ্গরের হামলা থেকে বাঁচতে কোন সুরক্ষা খাঁচার সহায়তা না নিয়েই সাঁতরেছেন। দুঃসাহসী এই বৃদ্ধা কিউবার রাজধানী হাভানার ইয়াট ক্লাব থেকে গত শনিবার সকালে সাঁতার কাটতে শুরু করেন।
এতটুকু পথ সাঁতরে এই বৃদ্ধা বলেন, আমার কাছে ৩টি বার্তা রয়েছে। প্রথমটি হলো, আমরা কখনও হাল ছাড়বো না। দ্বিতীয়টি হচ্ছে, আপনার স্বপ্ন পূরণের পথে কখনই আপনি খুব বৃদ্ধ নন। তৃতীয়ত, একজনের খেলা মনে হলেও, এটি আসলে একটি দলীয় খেলা।
সারা বিশ্বের বহু মানুষ ডায়ানার এ অভিযান অবাক বিস্ময়ে টেলিভিশনে প্রত্যক্ষ করেছে।
ফেসবুক ও টুইটারে ডায়ানাকে জানানো আন্তরিক অভিনন্দনে ভাসছে পুরো ভার্চুয়াল দুনিয়া। এমনকি প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষ থেকে হোয়াইট হাউজ একটি টুইট-বার্তায় লিখেছে, অভিনন্দন ডায়ানা নিয়াডকে। কখনও স্বপ্ন পূরণে হাল ছেড়ো না। '
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।