আমাদের কথা খুঁজে নিন

   

সাইবার ক্যাফেতে একটানা ৬ বছর!

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার হ্যা, ঠিকই পড়ছেন! চীনের উত্তর-পূর্বাঞ্চলের চ্যাংচুন শহরে লি ম্যাং নামের এ বালক মূলত একজন পেশাদার অনলাইন গেমার। এ বালকের টানা ছয় বছর একটি সাইবার ক্যাফেতে কাটিয়ে দেয়ার খবরে রীতিমতো অবাক সবাই। খাওয়া এবং মাঝে মধ্যে গোসল ছাড়া তিনি কখনো ক্যাফেটির বাইরে যান না। এমনকি বহুদিন ধরে তার চুলও কাটা হয়নি। জানা গেছে, ম্যাং বিশেষ প্রয়োজন না হলে কারো সঙ্গে কথা বলেন না।

ক্যাফেটির মালিক জানান, ভালোমতো খেয়াল না করলে বালকটির উপস্থিতি সচরাচর টের পাওয়া যেত না। সোজাসাপ্টা আচরণে অভ্যস্ত চশমা পরা ম্যাং কাউকে কখনো বিরক্ত করেনি। আপন মনে একটি কম্পিউটারে গেম নিয়ে ব্যস্ত থাকে। অনলাইনে গেম খেলে তিনি মাসে গড়ে ৩০০ মার্কিন ডলারেরও বেশি আয় করেন। তা থেকে ৮০ ডলার দিয়ে দেন সাইবার ক্যাফের মাসিক বিল বাবদ।

ক্যাফেটির অন্য গ্রাহকদেরও তার বিষয়ে তেমন ভাবনাচিন্তা নেই। একজন জানান, ছেলেটি সাধারণত রাতে গেম খেলে। দিনে এখানেই ঘুমায়। মাঝে মধ্যে গোসলের জন্য বাইরে যায়। দেশটিতে শিশু-কিশোর-তরুণদের মধ্যে ইন্টারনেট আসক্তি মোকাবেলা করতে হিমশিম খাচ্ছে সংশ্লিষ্টরা।

ছোটদের এ থেকে মুক্ত করতে আসক্তদের জন্য অনেক কর্মশালাও পরিচালিত হচ্ছে। খবরঃ সায়েন্সটেক24.কম  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.