(প্রিয় টেক) গ্রামীণফোন নিয়ে কালো অন্ধকার দূর হচ্ছে না। থেমে থেমে নানান মহল থেকে প্রতিষ্ঠানটিকে বিতর্কিত করা হচ্ছে। ১৯৯৩ সাল থেকে শুরু হওয়া লাইসেন্স ও মালিকানা নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। সম্প্রতি গ্রামীণ ব্যাংক কমিশনের প্রতিবেদনে গ্রামীণ ব্যাংকের নিবন্ধন অবৈধ ও শেয়ার জটিলতার পরিপ্রেক্ষিতে কম্পানিটির লাইসেন্স স্থগিত করার সুপারিশ ও এর পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য উদ্বিগ্ন করে তুলেছে টেলিনরকে। গ্রামীণফোনের লাইসেন্স অবৈধ উল্লেখ করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে গত ২৬ আগস্ট অর্থমন্ত্রী বক্তব্য দেন। এ অবস্থায় বাংলাদেশ সরকারের অবস্থান পরিষ্কারভাবে জানতে চেয়েছে টেলিনর।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।