হয়ত প্রচলিত সম্ভোগে
জন্মেছিলাম তোমার কোলে
একা একা কাটলো শৈশব-কৈশোর
মনের ভুলেও নিলেনা খবর
নিজের সুখের কথা সবে ভাবে
তুমি কেনই'বা তার উল্টো হবে
বারোটি বছর তোমায় দেখিনা
ও মা . . . মা . . . ও মা
ছোট্ট মুখে আধো আধো ভাষা
দুই চোখ খুঁজত তোমায় মা
ধূসর আবছায়ায় তোমার স্মৃতি
বিশাল ঘরটাতে একাই থাকি
মুছে রেখেছি সব না পাওয়া ক্ষত
যদি ধুলো পরা অতীতে ফিরে আসো
বারোটি বছর তোমায় দেখিনা
ও মা . . . মা . . . ও মা
প্রসঙ্গত : ২০০১/০২ সালে লেখা এই গানটি আমারই সুর করা। আর এর মিউজিক কম্পোজিশন করেছিল আমার প্রয়াত বন্ধু মার্শেল অনুপ গুদা। আজ মা দিবসের এই দিনে আপনাদের সাথে শেয়ার করলাম এই গানটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।