আমাদের কথা খুঁজে নিন

   

ফেলে আসা কৈশোরে প্রত্যাবর্তন - ১

www.cameraman-blog.com/
আগে ছিল লম্বু আনোয়ার এখন হয়েছে ভূড়িওয়ালা লম্বু আনোয়ার[/s রাত ১২টা বাজার পরপরই শুভ'কে এসএমএস করলাম, যাতে সকালে ঢাকা এয়ারপোর্টে নেমেই মেসেজটা পায়। সকালে আধো ঘুমের মধ্যেই টের পেলাম মেসেজ ডেলিভারী হলো। আকর্ণ বিস্তৃত একটা হাসি দিলাম। শুভ ও নিশ্চয়ই তখন হাসছিল আমার মেসেজ পড়ে। আসলে আজ আমরা ফিরে যাব ২৮ বৎসর পিছনে সেই ফেলে আসা কৈশোরে।

প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে রিইউনিয়নে গিয়ে হয়ে যাব ১৬ বৎরের এক কিশোর। বর্তমান প্রিন্সিপাল এবং অন্যান্য শিক্ষকবৃন্দ ঘুম থেকে উঠার পরপরই তুলি , জাকারিয়া আর আরিফের ফোন। তুলি আর আরিফ আজ যেতে পারবে না, পারিবারিক ব্যস্ততার জন্য। তবে কাল ঠিক ই আসবে বললো। তাহলে আর কে কে যাবে আজ ? আমি, জাকারিয়া, আনোয়ার ....... ।

স্কুলে গিয়েই পেলাম আনোয়ার কে। আনোয়ারের সাথে দেখা হলো প্রায় ২০ বছর পর। সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল শম্পা। ও ছিল আমাদের ক্লাসের সেরা সুন্দরী। এসএসসি পরীক্ষার পরপরই একটা দূর্ঘটনায় পড়ে মারাত্মক আহত হয়েছিল, পিজি'তে অজ্ঞান অবস্থাতেই ছিল ১ মাসের উপর।

অজ্ঞান অবস্থাতেই ব্রেন সার্জারী হয়েছিল ২ কি ৩ বার। তারপর একটু একটু করে ওর জ্ঞান ফিরে এসেছিল ওর। এখনও মনে হলো পূরো সুস্থ্য না। আরো অনেকের সাথে দেখা হলো কথা হলো। এখন বসে আছি কালকের অপেক্ষায়।

জাহেদা আর শম্পা
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।