আমাদের কথা খুঁজে নিন

   

কৈশোরে রেখার প্রেমে পড়েছিলাম!

মুভি ক্রিটিক ব্লগ (প্রথম বাংলা মুভি ব্লগ) ★★★★★ © ২০০৭ - ২০১৩ ওয়েবসাইট: www.saifsamir.com ইন আখোঁ কি মাস্তি... ভানুরেখা গণেশানকে চিনেন? ভাবছেন, এটা আবার কে? আছে একজন! ইনি অনেকের প্রিয়, 'সেক্স সিম্বল' খ্যাত রেখা! আজ রেখার জন্মদিন। শুভ জন্মদিন রেখা! রেখা বিবাহিত ব্যাচেলর! ১৯৯০ সালে তিনি এক শিল্পপতিকে বিয়ে করেছিলেন। কিন্তু পরের বছর রেখা যখন আমেরিকায়, সেই সময় স্বামী মুকেশ আগারওয়াল আত্মহত্যা করেন। মুকেশের সুইসাইড নোটে লেখা ছিল, 'ডোন্ট ব্লেম অ্যানিওয়ান'। তখন থেকে রেখা একা! বয়স ৫৮ হয়েছে তো কি হয়েছে? রেখা এখনও আগের মতো টিপটপ! ইনি হার্টথ্রব বলিউড অভিনেত্রী, সবার প্রিয় রেখা জি! কৈশোরে রেখার প্রেমে পড়েছিলাম, সেই অসম প্রেম আজও মাথাচাড়া দিয়ে ওঠে! ইয়াশ চোপড়ার পরিচালনায় অমিতাভ ও জয়ার সঙ্গে সিলসিলার (১৯৮১) চাঁদনি, মুজাফফর আলীর উমরাও জানের (১৯৮১) চোখের সে মাস্তি, মিরা নায়ারের কামা সূত্রের (১৯৯৬) টিচার রেখাজিকে কি সহজে ভোলা যায়? না যাওয়া উচত? পুরনো প্রেম জেগে উঠেছে, তাই তোমার জন্য দিলাম এই সস্তা পোস্টের অর্ঘ... ওরে আমার রেখা! _______ ফারহানাকে ভালবেসেছিলাম (এটা যৌবনের ভালবাসা!)  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।