ভাল লাগে ফুল, কিছু কিছু ভুল স্মৃতিরা নড়েচড়ে, ভেতরে অনাদরে। পেছনে ফিরে চায়- সেই কিশোর নিজেকে রোদে মেলে, মিশেছে জলে তেলে। ঝড়ছে অবুঝ স্মৃতি- বিষম ঘোর চোখে চোখে কথা ছিল, কি যে নীরবতা ছিল। সে বুকে জমানো আছে- আস্ত ঢেউ জানেনি শ্রাবণ বুঝি, জমেছে কেমন পূঁজি। মরেও কি নদী জলে- ভাসতো কেউ? সে ছিল কুয়াশায় সাজানো অক্ষর, ধূমল মেঘমালা- বৃষ্টি রোদ বোঝেনিতো কিশোর পৃথিবী অকরুণ, ডুবেছে স্বপ্নে সে- মিষ্টি বোধ "আমাকে ডেকে নিলে, দুচোখে এঁকে নিলে, কাজলে রঙে মিশে- থাকব খুব ও হাওয়া, ভেজা হাওয়া; এ কেমন- ভুলে পাওয়া। এ কেমন স্রোতে জলে দিচ্ছি ডুব" স্মৃতিরা নড়েচড়ে, ভেতরে দ্বিধাঝড়ে। সরল, গ্লানিহীন সেই কিশোর ভাবেনি এভাবে সে। পুড়েছে সে আবেশে। 'প্রাপ্য ছিল তবে- এই কি ওর?' সে ছিল গোধূলীর আবীর তুলিতে ভেজা, মুছে যাওয়া স্বপ্নের- সূর্য নাম কিশোর জানতোনা পেলেও হারাতে পারে, চেনেনি সে করুণ মূর্ছনা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।