শব্দ থেকে নৈঃশব্দ্যের দিকে
মৃত্যুর মতো দাঁড়িয়ে আছো ঐ
তোমার চোখ জুড়ে নিবিড় উপেক্ষা।
শাব্দিক প্রেরণা হতে যদি
মাছরাঙা পাখিদের মতো ধ্যানস্থ রঙিন
চেয়ে নিতাম ঝুলে থাকা তোমার অধরের অই
চুম্বনগুচ্ছের দাগ- তোমার জন্মদাগ;
আমার শিয়রে যে আলগোছে ঘুমের প্রবাদ
হারিয়ে গেছে তা পুরোনো পান্ডুলিপির ভাঁজে;
তুমিও জেগে থেকে চন্দন বনে
পূর্ণিমা পাবে না আর দিবসের ভ্রম ভেবে।
দীর্ঘ রজনী জেগে কবিতার নাম রাখ যদিও
তবু প্রবাস বেদনা এড়ানো যাবেনা, দেখো।
এই দেখ ভেঙ্গে যাবে মাছরাঙার ধ্যান- আমিও
উপেক্ষা জানি- আজন্ম লালিত তোমার জন্মদাগে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।