আমার চিন্তা লেখার খাতা
একজন ভাল ছাত্রের কি কি গুন থাকা প্রয়োজন তা নিয়ে আমি নিজে অনেক চিন্তাভাবনা করেছি। ছাত্রজীবনে অনেক শিক্ষককে এবিষয়ে প্রশ্নও করেছি। তবে তার মধ্যে একজন টিচারের মতামত আমার কাছে অনেকটাই গ্রহণযোগ্য মনে হয়েছে। সকলের জ্ঞাতার্থে আমি তাঁর পয়েন্টগুলো এখানে ছোট পরিসরে শেয়ার করছি:
Ability to ask question
একজন ভাল ছাত্রের অবশ্যই শিক্ষকের লেকচার উপলব্ধি করে তা থেকে প্রশ্ন বের করার এবং জিজ্ঞাসা করার ক্ষমতা থাকতে হবে।
Ability to speak
একজন ভাল ছাত্রের অবশ্যই নিজে যা বুঝেছে তা অন্যকে গুছিয়ে বলায় পারদর্শী হতে হবে।
Ability to write
একজন ভাল ছাত্রের অবশ্যই সৃষ্টিশীল লেখালেখিতে দক্ষতা থাকতে হবে।
Ability to utilize his previous knowledge
একজন ভাল ছাত্রের অবশ্যই পূর্বে কোনো সময়ে শিখে আসা জ্ঞানকে বর্তমানে কাজে লাগানোর ক্ষমতা থাকতে হবে।
Ability to help himself
একজন ভাল ছাত্রের অবশ্যই যেকোনো পরিস্থিতিকে নিজে থেকে সামাল দেয়ার ক্ষমতা থাকতে হবে।
Ability to understand teacher's instruction
একজন ভাল ছাত্রের অবশ্যই শিক্ষক কি বলছেন তা শুনে বোঝার ক্ষমতা থাকতে হবে।
Ability to compare and contrast
একজন ভাল ছাত্রের অবশ্যই দুটি বিষয়ের মধ্যে মিল এবং অমিল খুঁজে বের করার ক্ষমতা থাকতে হবে।
প্রসঙ্গত উল্লেখ্য, পয়েন্টগুলো পেয়েছিলাম প্রফেসর ড. আব্দুল মালেক স্যারের ক্লাস লেকচার হতে। তিনি ঢাকা কলেজের ইংরেজি বিভাগের চেয়ারম্যান থাকাকালে এ বিষয়ে লেকচারটি দিয়েছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।