কত আজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই দূরকে করিলে নিকট,বন্ধু, পরকে করিলে ভাই।
কাল সন্ধ্যায় হঠাৎ শুনি ঢাক- ঢোলের শব্দ। ভাবলাম হয়ত কোন সিনেমার বিজ্ঞাপন অথবা সার্কাস পার্টি বা যাত্রার বিজ্ঞাপনের জন্য এই শোরগোল।
একটু পরেই শুনতে পেলাম মাইকিং!!! কিসের মাইকিং ?? মন দিলাম, শুনবার জন্য। যা শুনলাম তা হুবহু তুলে দিচ্ছি।
-------------------''ভাই ও বোন সকল, সুখবর-সুখবর-সুখবর, আগামীকাল রোজ শুক্রবার সকাল আট ঘটীকায় পার্বতীপুর নতুন বাজার সংলগ্ন মাংস হাঁটিতে পয়ঁতাল্লিশ হাজার পাচঁশত টাকা মূল্যের একটি নারী মহিষ জবহ করা হইবে আপনেরা দলে দলে আমন্ত্রিত।''
একটি মহিষ জবহ করা হইবে খুব ভাল কথা , কিন্তু মহিষটা ''নারী মহিষ'' -- আমার প্রশ্ন শব্দটি কি যথাযথ.................................?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।