আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিতীয় পাঁচ (বিরাট দেরী হইল বটে!)

সত্য বলব বলে মিথ্যা বলার চেয়ে মিথ্যা বলব বলে সত্য বলা ভাল..এতে আর যাই হোক কারও মন ভাঙ্গা হয় না!

০৬. পুসকুনিতে বড়শি ফেলে বসি, পুসকুনিটার এধার ওধার চষি। বড্ড চালাক মাছে- অনেক মাছতো আছে! তোমার হাতে পড়ে আমি মরছি তিলে তিলে, কারণ তোমার বড়শির আমি টোপ ফেলেছি গিলে। ০৭. এক মগ শরবতে তিন মগ পানি, দিচ্ছ তা জানি। তোমার ভালবাসায় এ বুক উঠছে ফুলে গর্বতে, কি যাদু আছে প্রিয়া তোমার মগের শরবতে! ০৮. ও বৌ, তুমি একটু ঘুমাও, ঘুম আয়। ফুল পরীরা তোমার চোখে চুমায়। ঘুম পাড়ানি মাসিপিসি ঘুমাও তাড়াতাড়ি, আমার ঘুমের জন্য তোমার ঘুমটা নেসেসারি! ০৯. সকাল বেলা গ্রামীণ চালাও বিকালে একটেল সন্ধ্যা হইলে বাংলালিংক, আর রাইতে সিটিসেল! তবু তোমার লাইন পাওয়াটা ইজি না জিগাইলে কও,“কই, মোবাইলতো বিজি না”। ১০. তরে আমি খাই ফালামু চিবায়া! প্রেম পিরিতি কইরা এখন ডাক দিলে কস্, “জ্বি ভায়া!”

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.