"ব্লগকে সিরিয়াসলি নেবার কিছু নেই"...গরীব স্ক্রীপ্ট রাইটার
পৃথিবীতে আজিব কিসিমের মানুষ আমরা সবাই। এই আজিব কর্মকান্ডের মধ্যে একটা হচ্ছে মানুষের ভুল ধরিয়ে দেয়া স্বভাব। আমি মানুষের ভুল পারতপক্ষে ধরানোর চেষ্টা করি না যদি না সিরিয়াস কোন ব্যাপার হয়। যেমন কেউ যদি জর্দার কৌটা মনে করে বোমা ব্যাগে ঢুকায় আমি তাকে বলবোই আপনার ভুল হচ্ছে! আবার অনেকেই পান থেকে চুন খসলেই ধরানোর জন্য ব্যস্ত! উদাহরণস্বরূপ বলা যেতে পারে কেউ যদি মেরুন রঙ কে লাল বলেছে ভুলে তো শুরু হয়েছে! আরেএ! এটা তো লাল না, মেরুন!
আমার এক বান্ধবীর বাসা খুলনার সার্জিক্যাল ক্লিনিকের পাশে। ওই ক্লিনিকের ২পাশে ২টা গলি, একটা গলির ৩/৪ নং বাসাটাই ওদের।
কিন্তু আমি সবসময় ভুল গলি দিয়ে ঢুকে একটা কচুরিপানাওয়ালা একটা পুকুর যার সামনে আর রাস্তা নাই তাকে কাছে হাজির হই। তারপর বান্ধবীকে ফোন করে উদ্ধার করি নিজেকে এই কথাটা এমনি এমনি বলছি না কারণ আরেক ধরনের মানুষ আছে যারা নিজেরা কত জানে এটা সবার সামনে তুলে ধরতে ভালবাসে। আমার এমনই একজন লোকের সাথে চিন পরিচয় আছে। সে আমাকে ঢাকার রাস্তাঘাট থেকে শুরু করে তাদের ঢাকা ভার্সিটির কোথায় কি আছে চেনানোর চেষ্টা করে! আমি নিজের ছোট্ট ভার্সিটির ছাত্রী হলের ভিতরটা কেমন তা ই দেখলাম না কোনদিন আলসেমি করে! তবে সত্য কথা এটাই আমার রাস্তা খেয়াল থাকে না, এ নিয়ে ইতিহাস লেখা যাবে।
ইতিহাসের কথা আসাতে মনে পড়লো সবাই খালি আজকাল ইতিহাস জ্ঞান দিতে চায়।
ব্লগেও এর ব্যতিক্রম নয়। সেদিন দেখলাম নতুন এক উটকো ব্লগার ছোটভাই শান্তকে ধরে বেধে ইতিহাস জ্ঞান দিচ্ছে! ঐ সমস্ত জ্ঞানদানকারী ব্লগারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ইতিহাস আমরাও জানি..... বাঙালী রাজাদের মধ্যে শশাঙ্কই সর্ব প্রথম সার্বভৌম নরপতি, শেরশাহের আমলে টাকায় ৮মন চাল আর বাংলার তাজমহল মুঘল সম্রাট শাহজাহান না বরং মনি সাবের তৈরি করেছেন!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।