আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!
কেঊ যদি বলে ভাই
কেমন আছো জবাবে
বলি খুব ভালো আছি
নাই কোন অভাবে
মাস ভরে কাজ করে
সারে চার হাজারে
শাদামাটা দিন কাটে
কম যাই বাজারে
পেট ভরে ভালো করে
খুব বেশি খাইনা
অফিস আর বাসা ছাড়া
আর কোথা যাইনা
তবু মাস শেষর আগে
ডাল তেল নুন নাই
সুধু শাদা ভাত ছাড়া
আলু বা বেগুন নাই
রোগ শোক যাই হোক
ওষুধের টাকা নাই
আগামীর কথা ভেবে
জমা কিছু রাখা নাই
বউ করে চেচামেচি
মুখে কোন খিল নাই
বিয়ের আগে কথা গুলো
একেবারে মিল নাই
জীবনটা পোড়া বাড়ী
ভিষন অগোছালো ভাই
তবু এটা বলিনা যে
আমি বেশি ভালো নাই ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।