আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলবাজি আবারও শুরু



আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে সন্ত্রাস সৃষ্টি হয়েছে সেটার দিকে সরকারের কোন নজর নাই। সরকার কেবল ব্যস্ত ভিসি বদলাতে। এখন পর্যন্ত প্রায় সবগুলো বিশ্ববিদ্যালয়ে ভিসি থেকে শুরু করে প্রশাসনের পদে পদে বদলি আনা হযেছে। বলাই বাহুল্য, দলীয় মনোভাবের শিক্ষকরাই এসব পদে এসেছেন। কিন্তু এতে তো ছাত্রলীগের দৌরাত্ম কমবে না বরং আরো বাড়বে।

মাননীয় প্রধানমন্ত্রী রাগ করে ছাত্রলীগ থেকে সরে দাড়িয়েছেন। কিন্তু অভিমানের বদলে এ্যাকশন নিতে বাধা কোথায়। ছাত্রলীগের যেসব সন্ত্রাসী নেতা কর্মী আছে সেগুলোকে জেলে নিলে কি পাবলিক নাখোশ হতো। এত সমর্থন নিয়ে ক্ষমতায় আসার পরও সরকার কেন এত নার্ভাস বুঝি না। দলাদলি বাদ দিয়ে কাজ না করলে পাচ বছর আবারো পাবলিকের লাথি খেতে হবে ২০০১ সালের মত।

তাই প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান আপনার সোনার ছেলেদের একটু থামান। কারণ তাদের কর্মকান্ডের কারণে সাধারণ জনগণকেই ভুগতে হচ্ছে বেশী।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.