http://www.myspace.com/423882880/music/songs/31785002
প্রাক্তন পোস্টটি ছিল এরকম:
"আমি খুবই অভাবী একজন লোক। কিন্তু পরিশ্রম করছি মোটামুটি একটু স্বচ্ছলতার জন্য। কষ্টার্জিত অর্থ সবসময় আমার সাধকে নিয়ে উপহাস করে। অনেক ছোট ছোট ব্যাপারেও সিন্ধান্তহীনতায় ভুগি। আমাকে একটু সাহায্য করুন।
বাসায় একটা দৈনিক পত্রিকা রাখতে চাই। কোন পত্রিকাটি ভালো হবে?"
নেপথ্য গল্প ও উপলব্দি :
আমার পরিচিত এক ভদ্রলোক আমার কাছে এরকম একটা আকুতি রেখেছিলেন। ব্যাপারটার মধ্যে মানে ওনার বলার ধরনটার মধ্যে আকুতি আকুতি একটা ভাব ছিলো। উনি আমাকে মুখে যা বললেন সেটাকেই আমি আমার মতো করে গুছিয়ে ব্লগে দেয়ার চেষ্টা করেছি। আর ব্লগার বন্ধুদের মন্তব্যের উত্তর গুলো ওনার প্রয়োজন ও চিন্তাধারার ওপর ধারনা করে দেয়া।
আসলে আমিও তাকে কোনো পত্রিকাই সাজেস্ট করতে পারিনি। অনেস্টলি আমি পারিনি। তবে তাকে আমি জিজ্ঞেস করেছি আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক! সে আমাকে বললো, না দলের সমর্থক। বুঝলাম, বলতে চাননা! আমি বললাম, বুঝছি আপনি বলবেন না! না বললে তো, আমি আপনাকে কিছু সাজেস্ট করতে পারছিনা। তবে, আপনি প্রধান প্রধান পত্রিকাগুলো একেক দিন একেকটা পড়ে দেখতে পারেন।
লোকটি হাসলো এবং "আচ্ছা" বলে চলে গেল!!
মাসখানিক পর
লোকটির সাথে দেখা হলে কথা প্রসঙ্গে জিজ্ঞেস করি শেষ পর্যন্ত কোন পত্রিকা বাড়ীতে রাখলেন! লোকটি বললো, ওনার বাড়িওয়ালা করেন আওয়ামীলীগ আর বাড়ীওয়ালার ছেলে ছাত্রদল। বাড়ীতে দুধরনের পত্রিকাই রাখা হয়। মাঝেমধ্যে সেগুলো এনে চোখ বুলাই!! তারপরও ব্যাসিকালি সব পড়া হয়না। খেলার পাতাই পড়ি। মিথ্যা আর বানানো গল্প পড়তে আর খারাপ লাগেনা।
উদ্দেশ্যপ্রণোদিত, প্রভাবিত ও আরোপিত সংবাদ মচমচে কুড়মুড়ে বলেই শিল্পের আর সমস্যা নেই। অন্তত এখানে ধ্বস নামার সম্ভবনা নেই। আগের পোস্টে ব্লগার বন্ধুদের মন্তব্য পড়ে মনে হলো, কেউ ভালো পত্রিকা নিয়ে মাথা ঘামায় না। পত্রিকা পড়া দরকার তাই পড়া। আর যারা গালাগালি করেন, ক্রেতা হিসেবে একটু অধিকার ফলান আর কি!!!
উপলব্দি :
মিডিয়ার গেটিং স্ট্রংগার দেন ডেমোক্রেসি টু কিল দ্য ডেমোক্রেসি!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।