আমাদের কথা খুঁজে নিন

   

-হয়তো বুড়ো হয়ে গেছি

রাজা

বয়স আর কত হলো ? ইদানিং কলপের কারণে চুল কালো দেখালেও গোড়ার সাদা রং আমার ঠিকই চোখে পড়ে। নিজের মধ্যে জীবন শক্তি পেলেও শরীর ইদানিং যেন কথা শুনতে চায় না। সাদা দাড়ির গোড়া গুলি আজকাল বড় যন্ত্রনা দিচ্ছে। অনেক কিছুকেই আজকাল ছেলেমানুষি মনে হয়। ঘুম থেকে উঠে আজকাল কেমন যেন বিষন্ন লাগে।

শরীরকে জড়তা কি গ্রাস করলো নাকি। হাটুতে বাতের ব্যথা শীতকালে বড় বেড়ে যায়, যন্ত্রনার মাঝে মনে হয় সত্যি বুড়ো হয়ে গেলাম। আজকাল চোখ তীক্ষ্ণদৃষ্টিও মনে হয় কমে গেছে। সব কিছু আগের মতো স্পষ্ট দেখতে পারি না। মুখের স্বাদের অভাব মনে হয়।

পেট পুরে আর খেতে পারি না রে । রাজা মনে হয় বুড়ো হয় গেল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.