আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষে জাতীয়তাবাদী ক্রীড়া ফোরাম

শেষ পর্যন্ত বিএনপি সমর্থিত সংগঠক ও ক্রীড়াবিদদের নিয়ে ফোরামের আত্দপ্রকাশ ঘটছে। চারদলীয় জোট ক্ষমতা থাকা অবস্থায় আওয়ামী সমর্থিত ক্রীড়া ফোরাম সম্মিলিত ক্রীড়া পরিবারের আত্দপ্রকাশ ঘটে। বিএনপি শাসন অবস্থায় ক্রীড়াঙ্গনে ফেডারেশন গঠন বা বিলুপ্তি বিভিন্ন কাজের প্রতিবাদ জানাতো এই ফোরাম। তাদের এ কর্মকাণ্ড ক্রীড়াঙ্গনে প্রশংসিত হয়েছিল। বর্তমানে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর থেকে শোনা যাচ্ছিল কাউন্টার হিসেবে জাতীয়তাবাদী ফোরামের আত্দপ্রকাশ ঘটবে। ঢাকা মহানগর বিএনপির মহাসচিব আবদুস সালাম ও চট্টগ্রামের জনপ্রিয় সংগঠন গোলাম দস্তগীরের নেতৃত্বে ফোরাম গঠন প্রায় চূড়ান্ত হয়ে যায়। পরবর্তীতে দস্তগীরের মৃত্যুর পর নেতৃত্বে কারা থাকবে তা নিয়ে বিবাদ দেখা দেওয়াতে জন্ম নেওয়ার আগেই ফোরামের বিলুপ্তি ঘটে। এ নিয়ে বিএনপি সমর্থিত সংগঠকদের মধ্যে নেমে আসে হতাশা। কেননা ক্রীড়াঙ্গনে অস্বচ্ছতার কোনো কাজের প্রতিবাদ জানানো যায়নি। বর্তমান সরকারের চার বছর চলে যাওয়াতে অনেকে ধরে নিয়েছিল জাতীয়তাবাদী ফোরামের আত্দপ্রকাশ ঘটবে না। না, শেষ পর্যন্ত ফোরামের দেখা মিলছে। কিন্তু এমন সময় হচ্ছে যখন বর্তমান সরকারের মেয়াদ পূর্ণ হতে সময় আছে মাত্র দুই মাস। বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদ নামে এ ফোরামের আত্দপ্রকাশ ঘটছে। সংগঠক ও সাবেক ক্রীড়াবিদদের নিয়ে ২৯১ জনের তালিকা গতকাল পত্রিকায় পাঠানো হয়েছে। ঢাকা মোহামেডানের সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষরিত এই প্রেস রিলিজে ২৯১ জনকে কার্যকরী পরিষদের সদস্য বলে উল্লেখ করা হয়েছে। মোস্তাকুর রহমান এই সংগঠনের মহাসচিব। সভাপতি হিসেবে দেখানো হয়েছে ঢাকা মোহামেডানের সাবেক সভাপতি আলহাজ মোসাদ্দেক আলী ফালুর নাম।

সোর্স: http://www.bd-pratidin.com/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.