আমাদের কথা খুঁজে নিন

   

জামায়াতের নাশকতা শেষে আওয়ামী লীগের উদ্যোõ

অবশেষে চেতনা ফিরেছে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের। উপজেলায় জামায়াত-শিবিরের নানা তাণ্ডব শেষে গতকাল নাশকতা ঠেকাতে উদ্যোগ নিয়েছে দলটি। নাশকতা ঠেকাতে সীতাকুণ্ডের ১০ ইউনিয়নে ১০টি স্কোয়াড গঠন করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল দুপুরে নগরীর দোস্ত বিল্ডিংয়ে উত্তর জেলা আওয়ামী লীগের জরুরি সভায় জামায়াত-শিবিরের নাশকতা প্রতিরোধে এ সিদ্ধান্ত হয়। অভিযোগ উঠেছে, সরকারদলীয় সংগঠনের সাংগঠনিক দুর্বলতা ও উপজেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে জামায়াত-শিবিরের গোপন অাঁতাতের কারণে তাণ্ডবের সুযোগ পায়। এ নিয়ে সর্বত্র ব্যাপক আলোচনা-সমালোচনা হয় দলের বিরুদ্ধে। এর পর উত্তর জেলা আওয়ামী লীগ জামায়াত-শিবিরের নাশকতা মোকাবিলায় প্রথমবারের মতো এ উদ্যোগটি নিল। প্রসঙ্গত, গত মঙ্গলবার বাংলাদেশ প্রতিদিনে 'আওয়ামী লীগ-জামায়াতের অাঁতাতে সীতাকুণ্ডে সহিংসতা' শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর বিষয়টি নিয়ে আলোচনা হয় দলের মধ্যে। সভা সূত্রে জানা যায়, ১০টি স্কোয়াডের কার্যক্রম সমন্বয় করবেন সীতাকুণ্ডের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবিএম আবুল কাশেম এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। পরিচালনার দায়িত্বে থাকবেন প্রতিটি ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ সাত নেতা। ইউনিয়গুলো হলো- সৈয়দপুর, বাররৈয়ারঢালা, পৌরসভা, মুরাদপুর, বাড়বকু, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারি ও সলিমপুর। উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বলেন, সীতাকুণ্ডে জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে আমরা দলীয়ভাবে কিছু সিদ্ধান্ত নিয়েছি। জ্বালাও-পোড়াও মোকাবিলায় ১০টি ইউনিয়নে ১০টি স্কোয়াড গঠন করা হয়েছে। এখন থেকে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সবাই মিলে কাজ করার অঙ্গীকার করেছেন। বিলম্বে উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এতদিনও আমরা মাঠে ছিলাম। কিন্তু এখন পরিকল্পনা করে সবাই এক হয়ে নতুন উদ্যোগ নিয়েছি। উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালামসহ সীতাকুণ্ড উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.