আওয়ামী লীগ আজীবন ক্ষমতার মসনদে থাকতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। গতকাল দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী টেঙ্টাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি এ সংগঠনের প্রধান উপদেষ্টা।
জেটেব সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, এ বি এম রুহুল আমিন আকন্দ, গোলাম কিবরিয়া, জান্নাতুল করিম খোকন, হুমায়ুন ইসলাম খান, আবুল কাশেম হায়দার, মো. নাজমুল আহসান প্রমুখ।
নোমান বলেন, দশম সংসদ নির্বাচনে বিএনপির লক্ষ্য ছিল সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন। কিন্তু আওয়ামী লীগ সম্পূর্ণ বিপরীত ভূমিকা পালন করেছে। মানুষের ভোটের অধিকার হরণ করেছে।
তারা জানে মানুষ ভোট দিতে যায়নি। তাই তাদের মধ্যে ভয় কাজ করছে। তারা আগে থেকেই প্রচার করছে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছে। মন্ত্রীদের এই জোর গলায় কথা বলা তাদের দুর্বলতার লক্ষণ। নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, এই ইসির কোনো যোগ্যতাই নেই। তারা সব দিক থেকে ব্যর্থ, অপদার্থ প্রমাণিত হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।